মুক্তিযুদ্ধের প্রায় ৪৫ বছর অতিক্রান্ত হলেও বাংলাদেশের রাষ্ট্র যন্ত্র মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত করতে সক্ষম হয়নি।
তবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতাশীন আওয়ামীলীগ সরকার এর আমলে যুদ্ধাপরাধীর বিচার ও সাজা হয়েছে।কিন্তু অপর দিকে তাকালে দেখব যে দেশে মুক্তচিন্তা চর্চা অাজ হুমকির মুখে।একের পর এক প্রগতিশীল, মুক্তমনা,ব্লগারদের হত্যা করে যাচ্ছে উগ্রপন্থীরা।কিন্তু একদিকে যেমন সরকার ব্লগারদের নিরাপত্তা দিতে পারছেনা তেমনি তাদের হত্যাকারীদের ও শাস্তীর আওতাতেও আনতে পারছেনা।এভাবে মুক্তিযুদ্ধের পক্ষের চিন্তা,চেতনা, এবং তাত্ত্বিক জ্ঞান কে হত্যা করা হলে দেশ কিভাবে প্রগতির পথে এগোয়???
তবে কি দেশ ওই মৌলবাদী জঙ্গী গোষ্ঠীর দখলে চলে যাবে??
তবে কি সরকার এ দেশের প্রত্যেকটি হত্যা কে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেবে??
নাকি স্যার হুমায়ুন আজাদের ভবিষ্যৎ বাণি সঠিক হতে যাচ্ছে যে:একদিন সবকিছু নষ্টদের অধিকারে চলে যাবে??
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৬ বিকাল ৫:৪৭