বাংলাদেশে এখন চলছে হেফাজতের হাওয়া, সুযোগমতো সবাইকে নাস্তিক ট্যাগ লাগিয়ে দিয়ে কল্লা চাই টাইপের দাবি দাওয়ার যুগ। আর হেফাজতের একটা বড় দাবি হলো ধর্মীয় অবমাননার ব্যাপারে আইন করা। ভাবখানা এমন যে, এই দূরাচার সরকারের আমলে বাংলাদেশের আইনে যেনো এই ব্যাপারে কিছুই নাই।
কখন কীভাবে কারো ধর্মানুভূতিতে আঘাত লেগে যায়, কে জানে ... টেকনিকালি বলতে গেলে বিজ্ঞান শিক্ষার অনেকটুকুকেই ধর্মীয় অবমাননা বলে ট্যাগিং দেয়া চলে। ঘাড়ে মাথা একটাই, তাই ভাবলাম ক্লিয়ার হয়ে নেই ব্যাপারটা।
আমি আইনজ্ঞ নই, নিতান্তই যন্ত্রগণকের মিস্তিরি, তাই আদার ব্যাপারী হতে গেলে গুগল মামার দ্বারস্ত হতে হয়। বাংলাদেশের ধর্মীয় আইন নিয়ে খোঁজাখুজি করে পেলাম দুইটা ব্যাপার। প্রথমটাই আগে দেই, ১৮৬০ সালে সেই ব্রিটিশ আমলে করা ফৌজদারী আইনে কী বলা আছে, তার একটা লিস্ট। নিচের তালিকায় সংখ্যাগুলা হলো দণ্ডবিধির ধারার নম্বর, আর অপরাধ/শাস্তির অংশটা আমি বাংলায় লিখে দিলাম।
১৮৬০ সালের পেনাল কোডঃ
মসজিদ/মন্দির/ধর্মীয় বস্তু ভাঙা - সর্বোচ্চ ২ বছর
295. Whoever destroys, damages or defiles any place of worship, or any object held sacred by any class of persons with the intention of thereby insulting the religion of any class of persons or with the knowledge that any class of persons is likely to consider such destruction, damage or defilement as an insult to their religion, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.
ধর্মীয় অবমাননার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খোঁচাখুচিমূলক লেখা বা কথা বলার শাস্তি - সর্বোচ্চ ২ বছর
295A. Whoever, with deliberate and malicious intention of outraging the religious feelings of any class of the citizens of Bangladesh, by words, either spoken or written, or by visible representations insults or attempts to insult the religion or the religious beliefs of that class, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both. (এটা মূল ১৮৬০ আইনে ছিলোনা, কিন্তু ১৯২৭ সালে যোগ করা হয়)
নামাজ , পূজা ইত্যাদিতে বাগড়া দেয়া, সর্বোচ্চ ১ বছর
296. Whoever voluntarily causes disturbance to any assembly lawfully engaged in the performance of religious worship, or religious ceremonies, shall be punished with imprisonment of either description for a term which may extend to one year, or with fine, or with both.
কবর ধ্বংস করা, শেষকৃত্যে বাধা দেয়া, সর্বোচ্চ ১ বছর
297. Whoever, with the intention of wounding the feelings of any person, or of insulting the religion of any person, or with the knowledge that the feelings of any person are likely to be wounded, or that the religion of any person is likely to be insulted thereby, commits any trespass in any place of worship or on any place of sepulture, or any place set apart for the performance of funeral rites or as a depository for the remains of the dead, or offers any indignity to any human corpse, or causes disturbance to any persons assembled for the performance of funeral ceremonies, shall be punished with imprisonment of either description for a term which may extend to one year, or with fine, or with both.
কাউকে শুনিয়ে শুনিয়ে ধর্ম নিয়ে খোঁচা দেয়া, গালি দেয়া, অঙ্গভঙ্গি করা (সর্বোচ্চ ১ বছর)
298. Whoever, with the deliberate intention of wounding the religious feelings of any person, utters any word or makes any sound in the hearing of that person or makes any gesture in the sight of that person or places any object in the sight of that person, shall be punished with imprisonment of either description for a term which may extend to one year, or with fine, or with both.
( মন্তব্য - ফেইসবুকে বা অন্যত্র কাউকে মালাউন, নাসারা, বা নেড়ে টাইপের কথা কেউ বললে মনে হয় তার উপরে এই ধারাটা প্রযোজ্য হবার কথা)
( মন্তব্য - ২৯৫ ধারার সবটা পড়ে যা মনে হলো, সেই দেড়শ বছর আগের আইনেই মোটামুটি সবদিক দেখা হয়েছে। একটু তফাত আছে, এই আইন বাস্তবায়ন হয় কেবল একপেশে ভাবেই, মানে হিন্দু/বৌদ্ধ/খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে কাজীর গরুটা কাগজেই আছে, গোয়ালে নাই।)
---
এই লেখাটা লেখার পরে দুজন (জাবেদ ও শামীম) আইসিটি আইনের কথা মনে করিয়ে দিলেন, সেটা বাদ গিয়েছিলো।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬
৫৭৷ (১) কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েব সাইটে বা অন্য কোন ইলেক্ট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন, যাহা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেহ পড়িলে, দেখিলে বা শুনিলে নীতিভ্রষ্ট বা অসত্ হইতে উদ্বুদ্ধ হইতে পারেন অথবা যাহার দ্বারা মানহানি ঘটে, আইন শৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করিতে পারে বা এ ধরনের তথ্যাদির মাধ্যমে কোন ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উস্কানী প্রদান করা হয়, তাহা ইহলে তাহার এই কার্য হইবে একটি অপরাধ৷
(২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন অপরাধ করিলে তিনি অনধিক দশ বত্সর কারাদণ্ডে এবং অনধিক এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন৷
বাংলাদেশে ২৯৫ ধারার প্রয়োগ
এবারে আসি পরের ব্যাপারটায়। উইকিপিডিয়াতে পেলাম একটা মাঝারি সাইজের তালিকা - সেখানে স্বাধীন বাংলাদেশে এই দণ্ডবিধির নানা (অপ) প্রয়োগের একটা তালিকা দেয়া আছে।
এই তালিকায় যেসব মামলার কথা পেলাম, তার মধ্যে ইন্টারেস্টিং লাগলো বুয়েটের অধ্যাপক আলী আসগর স্যারের বিরুদ্ধে মামলার কথা। বিএনপি-জামাতের জোট সরকারের শাসনামলে সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম রনি প্রফেসর আলী আসগরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা ঠুকে দেন। স্যারের "অপরাধ"? ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা উচিৎ না, এই রকমের একটা মন্তব্য করেছিলেন মাত্র!!
বাংলাদেশে এই ২৯১ ধারার নানা প্রয়োগের ইতিহাসের ব্যাপারে ডাঃ রুমি আহমেদ ভাইয়ের একটা বিস্তারিত লেখা এখানে রয়েছে, পড়ে দেখুন।
পোস্ট তথ্যসূত্র ও কৃতজ্ঞতাঃ এই পোস্টটি রাগিব ভাই লিখেছেন । আমি তার হুবহু তুলে দিলাম পোস্টে ।
রাগিব ভাইয়ের মূল লেখা