আফ্রিকা মহাদেশের তাঞ্জানিয়ার Serengeti ন্যাশনাল পার্ক বন্যপ্রানীদের মুক্তভাবে বিচরণের একটি ক্ষেত্র । সারা বিশ্বে এই পার্কের বেশ সুনাম রয়েছে । তাঞ্জানিয়ার Serengeti ন্যাশনাল পার্কটি ১৯৫২ সালে প্রতিষ্টিত হয় । এই পার্কে পৃথিবী বিখ্যাত জিরাফ , সিংহ , চিতা , জেব্রা , হাতি ও নানান পাখি বিপুল সংখ্যায় অবাধভাবে বিচরণ করে । সাথে অন্যান্য প্রাণীগুলো তো আছেই । সাথে তো এই পার্কের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আছেই ।
Serengeti ন্যাশনাল পার্কটি ৫৭০০ স্কয়ার মাইল নিয়ে জুড়ে আছে । পুরো পার্কটির অপরূপ দৃশ্য গাড়ি দিয়ে ঘুরে উপভোগ করা যায় ।
পার্কটি তিনটি ক্ষেত্রে ভাগ করা হয়েছে । সবচেয়ে বিখ্যাত হল পার্কটির দক্ষিণের সমতল ভূমি নিয়ে ঘটিত "মাসাই"। এখানেই বন্যপ্রাণীদের বিচরণ সবচেয়ে বেশি । পার্কটির পশ্চিমাংশ Grumeti নামক নদী দ্বারা ঘেরা এবং এইদিকে বন-জঙ্গল এর পরিমাণ খুব বেশি । পার্কটির উত্তর দিক ''Lobo area'' নামে পরিচিত , যা কেনিয়ার মাসাই মারার সাথে সংযুক্ত হয়ে শেষ হয়েছে ।
এবার দেখে নেই Serengeti ন্যাশনাল পার্কের প্রাণী ও প্রাকৃতিক বৈচিত্রের আরো কিছু ছবিঃ
পোস্ট শেষ ।
ছবি ও তথ্য তাঞ্জানিয়ার ন্যাশনাল পার্ক এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগৃহিত ।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩১