সুখ, স্বপ্ন - এখনো আছে 'ছোটলোকের' ঘরে...
সিগারেটে টান দিতে দিতে রিকশায় উঠে বসলাম। সবার শুনি শেষের দিকে সুখটান দিতে ভালো লাগে, আমার অর্ধেকের পরে তেতো লাগে। ফল হলো মুখটা এক্টু বিরক্ত হয়ে ছিলো। সেটা দেখেই কিনা জানিনা, রিকশাওয়ালা এসে বল্লো - স্যার, মনে কিছু নিয়েন না। চায়ের অর্ডার দিয়া দিসিলাম, তাই আপনারে বসায় রেখেই খালাম।
আমিঃ ঠিক... বাকিটুকু পড়ুন
