চলমান রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপটে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ৭ই জানুয়ারি পর্যন্ত সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য ১৯শে ডিসেম্বর আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। এ সভায় সেনা মোতায়েনের চূড়ান্ত সিদ্ধান্ত হবে। গত ২৭শে নভেম্বর আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রথম দফা বৈঠক করে ইসি। এসময় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ বলেন, সেনাবাহিনী মোতায়েন করা হবে রিটার্নিং অফিসারদের সঙ্গে বৈঠকের পর। সেই বৈঠকেই সেনা নামানোর বিষয়ে সিদ্ধান্ত হবে। এদিকে আজ যথাযথ কর্তৃপক্ষের কাছে আইন-শৃঙ্খলা সভার চিঠি পাঠাবে ইসি। চিঠিতে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, স্বরাষ্ট্র, সংস্থাপন, অর্থ, তথ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের সচিব, মহাপুলিশ পরিদর্শক, বিজিবি’র মহাপরিচালক, আনসার ভিডিপি’র মহাপরিচালক, ডিজিএফআই/এনএসআই-এর মহাপরিচালক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, সকল বিভাগের বিভাগীয় কমিশনার, সকল বিভাগের মেট্রোপলিটান পুলিশ কমিশনার ও উপ- মহাপুলিশ পরিদর্শক, ঢাকার হাইওয়ের/রেলওয়ের উপ-মহাপুলিশ পরিদর্শক, সকল জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, উপনির্বাচন কমিশনার, পুলিশ সুপার, উপ-পরিচালক ও সকল জেলার নির্বাচন কর্মকর্তাদের বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় এনইসি মিলনায়তনে সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় মোট ৫ দিন সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এর আগে ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির একদলীয় নির্বাচনে ১২ দিন মাঠে ছিল সেনাবাহিনী। এদিকে প্রার্থিতা প্রত্যাহার ও বৈধ প্রার্থীর বিষয়ে রিটার্নিং অফিসারদেরকে বিশেষ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি নির্বাচনে সন্ত্রাসমূলক কার্যকলাপ ও জাল ভোট প্রদান রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নির্বাচনী মালামাল, নির্বাচনী এজেন্ট নিয়োগ, প্রার্থীদের নির্বাচনী ব্যয় বিবরণী যথাযথভাবে সংরক্ষণ, ভোটগ্রহণ ও ব্যালট বাক্স ব্যবহার সংক্রান্ত তিনটি পরিপত্র জারি করেছে ইসি। বুধবার রিটার্নিং অফিসার বরাবর এসব নির্দেশনা পাঠিয়ে দেয়া হয়। ইসি থেকে পাঠানো নির্দেশনায় বলা হয়, বৈধভাবে মনোনীত প্রার্থীর লিখিত এবং স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে প্রার্থীপদ প্রত্যাহারে নির্দিষ্ট সময় বা তার পূর্বে নিজে অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের নিকট প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করতে পারবেন। নিবন্ধিত রাজনৈতিক দল যে এলাকায় একের অধিক প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, সেক্ষেত্রে রাজনৈতিক দলের চেয়ারম্যান বা সচিব বা সমপদমর্যাদার ব্যক্তির স্বাক্ষরিত লিখিত পত্র নিজে অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারকে অবহিত করবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য লিখিত নোটিশ দেয়া হলে বা রাজনৈতিক দল কর্তৃক প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হলে কোন অবস্থাতেই তা ফেরত বা বাতিল করা যাবে না। এ বিধান অনুসারে যে ক্ষেত্রে কোন একটি নির্বাচনী এলাকায় নিবন্ধিত রাজনৈতিক দলের একজন প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছে সে ক্ষেত্রে সে প্রার্থীকেই প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করতে হবে। একই ভাবে স্বতন্ত্র প্রার্থীকেও আবেদন করতে হবে। নির্বাচনে ব্যবহারের জন্য নির্বাচনী বিভিন্ন মালামাল বিতরণ কমিশনের গোডাউন থেকে জেলা সদরে প্রেরণ করা হবে। সংশ্লিষ্ট সকল জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে গোডাউন থেকে সংগ্রহ করতে বলা হয়েছে। পোস্টাল ব্যালট পেপার সরবরাহ, ভোটকেন্দ্রের দ্রব্যাদি ব্যবহার ও বিতরণ, নির্বাচনী দ্রব্যাদির পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার, স্থানীয়ভাবে ক্রয়কৃত সামগ্রীর ব্যবহারসহ সার্বিক নির্দেশনা দেয়া হয়। এছাড়া, ১২ নম্বর পরিপত্রে ভোটগ্রহণের সময়সীমা সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি, ভোটগ্রহণ বন্ধ ঘোষণা, পুনঃভোটগ্রহণ, পুনঃনির্বাচন, স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার, প্রার্থীদের নাম ও প্রতীক সংবলিত পোস্টার প্রদর্শন, ভোটকেন্দ্রে প্রবেশাধিকার, সরাসরি ডাকযোগে নির্বাচন কমিশনে প্রেরণে রিটার্নিং অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে। পর এক পরিপত্রে নির্বাচনে সন্ত্রাসমূলক কার্যকলাপ ও জাল ভোট প্রদান রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নির্বাচনী এজেন্ট নিয়োগ, নির্বাচনী এজেন্ট/পোলিং এজেন্টদের দায়িত্ব ও কর্তব্য এবং প্রার্থীদের নির্বাচনী ব্যয় বিবরণী যথাযথভাবে সংরক্ষণের জন্য রিটার্নিং অফিসারদেরকে নির্দেশ দেয়া হয়।
ডিসেম্বরের শেষ সপ্তাহে মাঠে নামবে সেনাবাহিনী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন