কদিন আগে গুগল থেকে একটা ইমেইল ইনবক্স এ দেখে ভাবলাম সিকিউরিটি পারপাস হবে হয়ত। কিন্ত পুরটা পড়ার পর ধারনা বদলে গেল।
আমি মহেশখালী আর রামুর বেশকিছু ছবি আপ করেছিলাম সখের বসে। বলতে পারেন বাংলাদেশকে বিশ্বের কাছে, আমাদের যারা ব্যাংকক, ভারত বিদেশের প্রশংসায় ফুলঝুরি তাদের কাছে তুলে ধরার ক্ষুদ্র প্রয়াসও বলতে পারেন। https://goo.gl/maps/pXzaLjUJBos https://goo.gl/maps/S3SVKtdUa9P2
আর এ কারনে ভাল লাগার মাত্রাটাও সীমাহীন। তাই ব্লগে আমার ভাললাগাটা শেয়ার করলাম, অনন্যাদের অনুপ্রেরনা কামানায়।
আমার একটা ছবি যার ভিউয়ার ৮০০০ এর কাছাকাছি, অন্য একটাও ৬০০০ প্লাস। এর সাথে আরও কিছু বেনিফিট যা ধাপে ধাপে পাওয়া যাবে যা নিম্নে দিলামঃ
Get rewards for the photos you've shared.
When you become a Local Guide, you earn points for your photos and other contributions to Google Maps. These points can unlock cool benefits like
- 100 GB of Google Drive storage
- Invitations to exclusive events
- Early access to new Google products
- Local Guides badge
You've already earned points with your photos.
আমার অবস্থান লেভেল ২ এ। লেভেল ৩ থেকে মাত্র ৫ পয়েন্ট দূরে। সবার দোয়া চাই। লেভেল ৩ তে ঢুকলে একটা বেজ দেবে। আমর বিশ্বাস ব্লগ এ অনেক গুরু আছেন এই লাইনে, নিউ কামার হিসাবে তাদের পরামর্শ পাবো।
মহেশখালী
রামু
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫১