প্রকৃতির যৌবন বসন্ত, আর সকাল বেলা প্রকৃতির সবচেয়ে স্নিগ্ধ সময়। সূর্যদয় এর কিছু আগ থেকে পরের ঘণ্টা খানেক। ঘুম প্রেমিদের ও অনেক প্রিয় সময়। তবে কোন উপলক্ষ ছারাই এই সময়টা হতে পারে দিনের সেরা আনন্দের সময়। এটা সকল কবি সাহিত্যিক গুণীজন এবং সকল ধর্মের কথাতে বুঝা যায়।
আমি হবো সকাল বেলার পাখি
সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি...
Early to bed and early to rise makes and man healthy, wealthy and wise…
সবার শিশুকাল এই কবিতা দিয়া শুরু হয়। কিন্তু বইয়ের কথা শুধু পড়া পাশ করা।
আজ সকালটা ঘুম কে বাই জানায়ে যা দেখলাম তার কিছু ছবি, প্রথম ছবিটা সংগৃহীত।
দাদা নানাদের বলতে শুনছি,
সকাল বেলার হাওয়া, লাখ টাকার গাওয়া
প্রতিদিনের সকালই সুন্দর, আর তা হয়তো মিস করছি প্রতিদিনই।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৯