** DJরা কোন দলের সাপোর্ট করা(জিতেগা রে জিতেগা … … … … … জিতেগা)
** বলের মাঝে স্পিকার চালু রেখে অবৈধ শব্দধ্বনি(জিতেগা রে জিতেগা … … … … … জিতেগা)
খেলায় জয়পরাজয় থাকে, দিন শেষে একটা দলকে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়। কিন্তু তা যখন শুধু খেলা থাকেনা, পরিনত করা হয় অপকৌশলে তখন তাকে কিভাবে পরাজয় বলি।
ক্রিকেটে জুয়া, আম্পায়ারিং, স্লেজিং, বোলিং একশন ত্রুটিপূর্ণ সবই ছিল। ছিলনা DJ দের আনন্দ দেয়ার নাম করে কোন বিশেষ দলকে সুবিধা করে দেয়া, বলের মাঝে স্পিকার চালু রেখে অবৈধ শব্দধ্বনি(জিতেগা রে জিতেগা … … … … … জিতেগা)
ক্রিকেটে বিশেষ দল মোড়ল কারা তা সবার জানা। মোড়লরা ক্রিকেটকে পরিনত করেছে তাদের একটা জমিদারি-তালুক এ। চাষার ছেলের যত অর্জনই থাকুক দিন শেষে মাথা নিচু রাখার চেষ্টা আদিম যুগ থেকে।
নিন্দুকেরা বলবে, পরাজয়ের কারন বের করার কাসুন্দি ঘেঁটে কি লাভ। পরাজয়ের কারন ঘাটতে হয় সব দলকেই ম্যাচ শেষে, কিন্তু সবই কি খেলয়ারদের ভুল?
আমাদের সাথে যে দলগুলো ক্রিকেট খেললে স্পন্সর পায় না। যারা আমাদের সাথে ৫-০ তে সিরিজ না জিতলে, মহা কিছু অশুদ্ধ হওয়ার ভাব করে। সিরিজ হারা কিংবা টুর্নামেন্টে আমদের সাথে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়, তা ঘটলে মহাভারত অশুদ্ধ।
না আগে এই ঝামেলা গুলা সরাও......
** ৮দল এর বাহিরের কেও বিশ্বকাপ খেলতে পারবে না
** নিরাপত্তা সমস্যা দেখিয়ে সিরিজ বাতিল
কোয়ালিফাই রাউন্ড পার করে যখন বীরের বেশে হাজির মঞ্চে, তখন বলা হল সাঁতারে নামতে হবে জুতা পায়ে কারন তুমি চাষার ছেলে। দুজন অতি গুরুত্বপূর্ণ বলার কে ত্রুটিপূর্ণ একশান বলে বসায়ে দেয়া হল টুর্নামেন্ট এর মাঝে। এসব নিয়া বহুত তোলপাড়, কিন্তু দিন শেষে তালগাছটা মোড়লরা রাখল তাদের কব্জায়।
কি আর করা এটাকে সব জবাব দেয়ার ম্যাচ ধরে নামা হল, কারন আগামী ২/৪ বছর মোড়লরা কয়টা ম্যাচ খেলে কে জানে। আরও কি কি নিয়ম বানানো হচ্ছে তার সব অজানা। সুতরাং জবাব দেয়ার ম্যাচ। আর সেটা মাঠেই দিতে হবে। একি দেখলাম DJরা কোন বিশেষ দলের সাপোর্ট করছে(জিতেগা রে জিতেগা … … … … … জিতেগা), আর বলের মাঝে স্পিকার চালু রেখে অবৈধ শব্দধ্বনি(জিতেগা রে জিতেগা … … … … … জিতেগা) করছে, যা একজন ব্যাটসম্যানের মনোসংযোগ এ চিড় ধরতে বাধ্য। শেষ তিন বল ছাড়া ২৩৭ বলেই আমরা জিতেছি এতো কিছুর পরও।
সকল চাপ নিয়া খেলোয়াড় মাঠে পারফর্ম করবে, কিন্তু টা বৈধ হওয়া জরুরী। যেমন স্লেজিং, ৫০ হাজার দর্শকের চাপ সব ঠিক আছে। DJরা কোন বিশেষ দলের সাপোর্ট এ বলের মাঝে স্পিকার চালু রেখে অবৈধ শব্দধ্বনি করা মেনে নেয়া যায় না। কাল যমুনা টিভির প্রতিবেদক বেঙ্গালুরু মাঠ থেকে তার দেখা DJ দের অবৈধ শব্দধ্বনি নিয়া বলছিলেন, পরে তা ক্রিকেট কারনিভাল অনুষ্ঠানে ও হান্নান সরকার বলছিলেন।
ওরা আমাদের একটা ম্যাচের জয় এনে দেয় নাই তো কি হয়েছে, মাশরাফিরা বুঝিয়েছে ওদের মিনর বলার দিন শেষ। ওদের মাঠের খেলা দিয়া হারানো কঠিন।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৬