রাখাইন পল্লীর হাতে বানানো পোশাক।
তাঁতের বেডসিট, চাদর গুলো অনেক সুন্দর। দামও অনেক কম। ২ টা কিনছিলাম মাত্র ৭০০ টাকায়, যা কক্সবাজার কিনতে ও ১২০০/১৪০০ টাকা লাগবে।
আমার কেনা চাদর এর একটা।
রাখাইন পল্লীর পাশেই রাখাইন বিহার। গেট অনেক ছোট হওয়াতে বোঝা যায় না ভেতরে এতো কিছু। ছিমছাম অল্প জায়গায়, কিন্ত সুন্দর।
পুকুরের পানিতে অনেক মাছ ছিল কিন্তু চোখে ধরা দেয় নাই। পরে ছবিতে ধরা দেয়। বেশিক্ষণ থাকতে পারি নাই, পরের সিডিউল আদিনাথ মন্দির ছিল তাই। আর খালি পায়ে বিহার এ ঘুরতে হয়। দুপুরের ঠাঠা রৌদ্র থাকায় পায়ের বারো অবস্থা।
এটা ছিল আমার দেখা ছোট্ট , কিন্ত সুন্দর বিহার। এখানে যাবার পর মনে হয়েছে, পার্বত্য এলাকা আরও কত কিছুই না দেখার আছে?
আদিনাথ মন্দির সবচেয়ে আকর্ষণীয় এবং বিখ্যাত মন্দিরের একটি, পরের পোস্ট এ আমার তোলা কিছু ছবি দিব। আমার মহেশখালীর উপর দেয়া প্রথম পোস্ট-
***মহেশখালীতে একদিন*** - বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০২