স্বত:স্ফূর্ত থৈ থৈ পিঠের পুকুর,
এক টুকরো সীমিত আন্দোলনের তীব্র তৃষায়
কুঁকড়ে আছে ব্যবহর্তব্য কররেখা।
এখানে একটা শিমুল গাছ জন্মেছিল গত বসন্তে।
ঠোঁটে এখনো সেই বসন্তের
রেখে যাওয়া চুমুর শুকনো তেঁতো দাগ।
এই বসন্তে আমাদের আরো খোলাখুলি
কথা হবার কথা ছিলো।
বনলতা, তুমি কি সব ভুলে গিয়েছো? ...