আরও আরও আরও
কাছে এসে মিলিয়ে যায় পায়ের নি:শ্বাস।
আমার বিশ্বাস,
দরজার চৌকাঠে তুমি, তুমি ছাড়া আর কেউ নয়।
নিশ্চিত জানিনা,
তাই দ্বিধা, সংশয়
বাড়ে -
উদোম হাতে একজন কেউ কড়া নাড়ে।
খুলে দিই উন্মত্ত দরজার আড়াল।
পরিচিত শুকনো রোদ,
রোজকার পাখী,
অশ্বথের মৃত ডাল।
সরব আর কিছুই থাকেনা দৃশ্যের পটে,
"ব-টে!"
ভাঙ্গা ভুলে ফিরে আসি স্তম্ভিত টেবিলে,
চেয়ারে,
পা তার ঝংকার তুলে
আমি ছাড়া কে জানে কার দুয়ারে।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:১৭