সালের ক্রমানুসারে :
১৭ই রমজান, ঐতিহাসিক বদর দিবস
ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ বদর যুদ্ধ। ১৭ই রমজান রাসূল (সা মাএ ৩১৩ জন সাহাবী নিয়ে বদরের প্রান্তে আবু জেহেলের নেত্বতে ১০০০ কাফিরের মুখোমুখি হয়েছিলেন। এটা ছিল সত্য মিথ্যার, মুসলিম কাফের, মুমিন মুনাফিক পার্থক্যকারী যুদ্ধ। যে যুদ্ধে মুসলমানরা জয়ী হয়েছিল। পরাজয়ের ফলাফল হত ভয়াবহ অর্থাৎ ইসলামের প্রদীপ সেখানেই নিভে যেত। বদরের অংশ গ্রহনকারী সকল সাহাবীকে আল্লাহ ক্ষমা করে দিয়ে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন। তাদের ব্যাপারে কেউ রাসূল সঃ নিকট কিছু বললে তিনি তাদের কে বদরের সাহাবি বলে স্মরণ করিয়ে দিতেন। বিশ্বের মুসলিম ঊম্মাহর পক্ষ থেকে বদরের সাহাবিদের প্রতি সালাম। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌসে কবুল করুন। আমিন।
২৩শে জুন, বিশ্বাস ঘাতকতার দিন।
উপমহাদেশের এই নিদারুণ, মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা সবার আজানা নয়। সাম্রাজ্যবাদ কি জিনিস? ইহা কত প্রকার ও কি কি? উপমহাদেশের মানুষ হাড়ে-গোসতে দুটোতেই ঢের পেয়েছে। পবিত্র মাসে আল্লাহর কাছে একটাই কামনা সাম্রাজ্যবাদের প্রেতাত্মা যেন আর এই উপমহাদেশে ফিরে না আসে। অবশ্যই মীর জাফরের সংখ্যা একটি থেকে বেড়েছে বহুগুণে।
২৩শে জুন, ১৯৪৯, আওয়ামী লীগেরপ্রতিষ্ঠা।
সুদীর্ঘ রাজনীতি এবং আন্দোলন-সংগ্রামের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী দল হিসেবে আওয়ামী লীগ পরিচিত। ১৯৪৯ সালের ২৩শে জুন টিকাটুলির একেএম দাস লেনের রোজ গার্ডেন প্যালেস এ গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। পরে ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ প্রতিষ্ঠার পর এই সংগঠনটির নামাকরণ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ।