অনেকদিন ঘুমাওনি তুমি, নিস্তদ্ধ আলো থেকে-
চোখ সড়িয়ে
বিশৃঙ্খল, ঝংকার তোলা সব তীক্ষ্ম রশ্মির
দুর্বিপাক আস্ফালন
ভ্রুকুটিতে মোরা এইতো পুরনো সব চিৎকার
মিথ্যের ঝনঝনানি।
জন্মের আগের সব হিসেব-নিকেশ, কলহের উদ্রেগ,
নিরাকার বিশ্বাস।
সবকিছুই তো চুরমার হয়, প্রতিজাগতিকের সাথে
কল্পনার স্বচ্ছ মিশ্রণে।
আলোর জন্ম তো সবার শেষে, অন্ধকার যুগের
বহু শতাব্দী পরে।
এবার তুমি ঘুমাতে পারো, ধ্বংস যুদ্ধ-ধর্ম বিবাদ-ধন বন্টন শেষে
নিশ্চল আলোতে এখন সব স্থিত।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৯