আমি তো পৃথিবীর সন্তান ছিলাম!
তোমাকে আঁকড়ে ধরার অনুভূতিতে ছিল-
কোনো এক তীব্র মহাজাতিক আকর্ষন।
আমাদের উন্মত্ত সঙ্গমে বিনির্মিত হতো-
কোনো রাঙ্গা নক্ষত্র অথবা বোকাসোকা গ্রহ!
আমি তো তোমাকে বলি শূণ্যতার কবি।
তুমি নিমিষেই জন্ম দাও অচেনা আগুণ-
বহু শতাব্দীর বিক্রিয়ায় চাপা যে তাপ।
সে তাপে আমি উত্তপ্ত হই, উদ্দীপ্ত রই!
আমার অহংকারের আতপ্ত বিকিরণে
তুমি নিঃশেষ হও, ঝলসে যাও নিঃশব্দে!
আমার ভেতরে চাপা উল্লাস জাগে হঠাৎ,
সৃষ্টির হাতে স্রষ্টা ধ্বংসের সহজাত উপহাস।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫১