শাশ্বত বলে আদতে কিছুই নেই,
সময়ের মত অস্পৃশ্য শূণ্যও নমনীয়!
এবং মৃত্যু, মৃত্যুর ওপাশের জীবন।
দ্বিখন্ডিত স্বর্গ নরকের মিলতে-
সৃষ্ট পৃথিবীতে উশৃংখল সকল প্রয়াণ।
আনম্য সব লাশের ছায়ায়
মৃত নক্ষত্র লেপ্টে থাকে আঁধার কালোয়।
নির্মল মৃত্যুতে কালো ছাপ পড়ে আছে-
সাদাকালো এক ভবিষ্যৎ সময়কালে!
পরকালের আধা জীবিত আত্মাদের চিৎকারে-
ক্ষীণ থেকে ক্ষীণতর হয় জীবনযাপন।