পৃথিবীর কোনো এক প্রাচীন সময়ে চলে যেতে ইচ্ছে হয়,
যে সময় আমাদের কোমল দেহ কোনো বস্ত্রে আবৃত ছিল না-
বরং আমাদের মন ছিল শুভ্রতার চাদরে ঢাকা, পবিত্রতার পরশ মাখা!
কেউ কেউ বলে এসব নাকি কোনোকালেই ছিল না,
মানুষের লোলুপ থাবার জন্ম আদমের জন্মের পূর্বে, সৃষ্টির বহু আগে-
আর তাই তো এইসব প্রান্তরে মাথা উচু করে আছে সারি সারি লম্পট পর্বত!
আমি তাই এসব বিশ্বাসের কাতারেই ফেলে দিতে চাই।
তারপর আমি তোমার চোখের আঙ্গিনায় জন্ম নেয়া লবণাক্ত হ্রদ দেখি-
অনঘ কান্নার জলে অবগাহনে আমি স্বীকার করি মহাপৃথিবীর বিশুদ্ধতা!