অনুভূতির সংকটে আছি খুব- তোমাকে বলিনি।
তোমার আশেপাশে এই মূহুর্তে আনাগোনা নেই,
তাই ভেবে বসেছো ভালোবাসা উবে গেছে নিমিষেই!
ভালোবাসা চাষ করছি তোমার ভেতরে বারোমাস,
ভালোবাসার পাশেই ছিল হিংসা, দ্বেষের আগাছা
সযত্নে রেখেছিলাম সমস্ত অনুভূতি, হারিয়ে গেছে সব!
তুমি জাপটে ধরছো, নিজেই খেয়ে যাচ্ছো সব চুমু
বুকের ভিতরে লুকিয়ে পড়ছো, নিশ্বাস ফেলছো বুকে!
আমি একবার তোমার পিঠে হাত বুলিয়ে দেই, তারপর-
থেমে থাকি কিছুক্ষণ, অপলক তাকিয়ে রই বহুক্ষণ।
নিস্তব্ধ চারিদিকে কৃষ্ণগহ্বরের পৈশাচিক রাজত্ব,
গিলে খাচ্ছে সব, টেনে নিচ্ছে আপন ব্যাসার্ধে-
নিঃশেষ হয়ে যাওয়া আত্মা, কিংবা জং ধরা সত্তা।
আমার দৃষ্টি আটকে আছে বড্ড বিরক্তিকর বাস্তবে,
ছিটেফোঁটা রয়ে যাওয়া অনুভূতিদের বাস পরাবাস্তবে-
যেখানে তুমি চলে গেছ তোমার স্বেচ্ছা নির্বাসনে!
তোমার দেহহীন জগতে আমার অনুভূতিরা বিভ্রান্ত,
তবুও শেষকালে দিকভ্রান্ত হয়ে, অপভ্রংশরূপে-
তোমার অবিনশ্বর জগতে নশ্বরের একফোঁটা অশ্রুজল!