আমার বয়স আজ মিনিট-সেকেন্ড হিসেব করে একুশ
কি অদ্ভূত, আমি ভুলে বসে আছি মাতৃ জঠরের দশ মাস!
হাতের কড়া গুনে গুনে তুমি বলেছিলে পূর্ণ আজ অর্ধ যুগ
তুমি ভুলে যাচ্ছো সহস্র মূহুর্তের কথা, স্তব্ধ সময়ের হিসাব!
তোমার মনের জগতে এখন আমার একচ্ছত্র আধিপত্য
বিজয়ী সম্রাটের মত আমি পাল্টে দিচ্ছি সব ইতিহাস!
তোমার অতীত-বর্তমান একাকার আমার ডায়েরীর পাতায়
কলমের আঁচরে বদলে দিচ্ছি অলিখিত তোমার আত্মজীবনী।
ভুলে যাওয়া সময়,নিয়ত পার হয়ে যাওয়া নিঃসঙ্গ মাত্রা
এক হয়ে আছে সরলরেখায়, থমকে গেছে খেরো খাতায়।