ফেনীভূত হয়ে ছিল ভালোবাসা, মাঝ সমুদ্রে,
ভেসে চলে,কোনো এক প্রবাল দ্বীপের খোঁজে।
মহাসমুদ্রের মাঝে, মহাপৃথিবী থেকে বহু দূরে-
তবুও হাহাকার আসে, কিন্নর কন্ঠের আর্তনাদে!
এ চাপা চিৎকার শুনে কেউ হয়তো সৈকতে!
বহু যুগ ধরে সে স্থবির এই বেলাভূমির পাড়ে
অজস্র ঝিনুক কুড়িয়ে, জোনাকির আলোতে
লক্ষ গাংচিলের ডাক শোনার পর, দীর্ঘশ্বাস!
দীর্ঘশ্বাস জাপটে ধরেছে শতাব্দীর অপ্রাপ্তি
ঝাঝালো কন্ঠের ক্ষোভ এবার বেলাভূমিবাসীর-
'কোথায় লুকিয়ে আছে কাল্পনিক ভালোবাসা সব?'
দূর সমুদ্রে প্রলয়ংকারী টাইফুন, মেঘের গর্জন!
কোথায় গন্তব্য?ভালোবাসা সব ক্ষত-বিক্ষত হয়ে,
চূর্ণ-বিচূর্ণ বেওয়ারিশ লাশের স্তুপে, নিস্তদ্ধ দ্বীপে-
পরে রয় অসাড় বেলাভূমিবাসীর শিয়রে।