এখানেই পৃথিবীর শেষ সীমানা।
এখানে থাকতে পারতো কোনো উপত্যকা-
আকাশের সাথে মিশে যাওয়ার কয়েক মূহুর্ত!
থাকতেই পারতো সৌম্য স্বভাবের কোনো হ্রদ,
পৃথিবী শেষের গন্ধ তার সারা দেহ জুড়ে।
ঠায় দাঁড়িয়ে থাকতে পারতো সেই নিষিদ্ধ বৃক্ষ,
যে বৃক্ষ আদমকে নামিয়ে এনেছে এই মর্ত্যে।
এসব ছেড়ে এখানে পরে আছো তুমি-
তোমার জড় দেহ, জীবনের উপসংহার!
তোমার মৃতদেহ পার হয়ে ওপাশটা জুড়ে-
ছেয়ে থাকতে পারে অনেকটা জমকালো দুনিয়া!
আমার জন্য কিন্তু এখানেই ধরণীর শেষ!
তোমার লাশের ওপারে প্রজ্বলিত নরক,
সৃষ্টির শুরু থেকে জ্বলতে জ্বলতে অনেক ক্লান্ত।
সে ক্লান্ত নগরের আমি এখন জ্যান্ত বাসিন্দা!