আমার চতুর্মাত্রিক জীবনে চুরি হয়ে গেছে সময়
তাই নির্ভেজাল ত্রিমাত্রিক জগতে আমার বিচরণ।
আমার ত্রিমাত্রিক পৃথিবীতে হারিয়ে গেছে আকাশ,
তাই একটি সাদা পৃষ্ঠায় শূণ্যতার হাহাকার আমিময়।
আমার দ্বিমাত্রিক অস্তিত্ব থমকে আছে একটি বিন্দুতে
আমি তাই হয়ে পড়ছি বিন্দু, মিশে যাচ্ছি অনন্ত শূণ্যে!
আমার শূণ্য হয়ে পড়ায় কোনো ক্লান্তি মিশে নেই।
আমি জানি মহাবিস্ফোরণের আগে সব ছিল বিন্দু
আমি মেনে নিচ্ছি শূণ্যতাই আমার আদি পিতা
আমি দেখছি আর মাত্র কিছু মূহুর্তের অপেক্ষা-
তারপরেই মাত্রার সৃষ্টি, ভাঙ্গা-গড়ার দানবীয় খেলা!
তবুও এইসব মূহর্তগুলো অনন্তকালের সমান
যখন তুমি এসে বল, 'চল এবার হই আসমান'
শূণ্য থেকে হুংকার দিতে গিয়ে, সব মাত্রা ভেঙ্গে
আমি তোমার মত সীমাহীন আকাশ হতে গিয়ে
কিভাবে যেন বারবার শূণ্যের চক্রে আটকে থাকি।