সাক্ষাৎকার
দিনের বেলায় ঘুমায় তারা রাতের বেলায় জাগে,
বুঝে নিবেন তারা কারা, কেন রাতে জাগে?
"তোর নাম কি বেটি?"-বল্লাম আমি
"হেসেইে বলে বেশ্যামাগী!
জীবন-মরণ বেশ্যা আমার; বেশ্যা আমার নেশা,
দিনের বেলায় ঘুমাই আমি রাতে করি পেশা।"
"এতো পেশা থাকতে বেটি এই পথে কেন এলি,
হগোল থুইয়া বেশ্যাটারে আপন মনে নিলি?"
"কুত্তা যেমন খাওন টানে ডাস্টবিন থেকে পথে,
এক দালাল টানলো মোরে সর্বনাশের রথে।
প্রথম টানে ঘর ছাড়া ভাই দ্বিতীয় টানে সমাজ,
এখনতো ভাই সবাই টানে-টানে নারে সমাজ ।
খানকি আমি,ঘুসকি আমি , সমাজছাড়া আমি,
সমাজ এখন রাস্তারে ভাই থাকি দিবাযামী ।"
"প্রথম যখন টানলো তোরে ডাকলি না কেন পুলিশ?"
"মুরগি হইয়া হিয়ালের কাছে কেমনে দিমু নালিশ?
সব বেটাতো ভালই বটে টেকা দিব আগে,
আধা কামাই পুলিশ নিব,টেকা ছাড়াই চাটে!"
"ভাল হতো যেতি যদি তোর জাত বোনের কাছে,
নাচে যারা তোদের নিয়ে হরহামেশা পথে?"
"নারীবাদিসংস্থাগুলি ভুয়া ভুয়া ভুয়া,
গদ্দি পাওয়ার লোভেরে ভাই কথায় ছাড়ে ধুঁয়া ।
অমুক করুম তমুক করুম- কি করল তারা?
আমরাতো বেশ্যাই আছি মন্ত্রী হল তারা।"
"বঊ হওয়ার ইচ্ছে কি তোর এই জনমে আছে,
কোন পুরুষের ঘর করার ইচ্ছে কি তোর জাগে?"
"আছে যে ভাই ইচ্ছে অনেক কপালটা যে ফাটা,
জোড়া দিতাম পাইতাম যদি সুপারগ্লু আঠা।
বাসর রাতের স্বপ্ন দেখি প্রতি রাতেই সাজি,
পেটটা যে ভাই বড্ড জ্বালায় স্নো পোডল মাখি।
রাতের বেলায় ঘুরিফিরি দিনের বেলায় ঘুমাই,
আমার যে ভাই কপাল ফাটা শরীর দিয়ে কামাই।
আছো কি ভাই এমন কেউ-এই সমাজটা ভাঙ্গবা,
আমার মত কপাল ফাটার সুখের দিন আনবা।
একলা আমার জীবন চলা কেউ এল না পাশে,
আসলো যারা মানুষ না কেউ -আমায় শুধু চুষে।
মা-বোনের খবর পাই না ভায়ের পাই না হদিস,
আল্লা তুমি শুনে রাখ দিলাম তোমায় নালিশ।
সারা শরীর বিস করে ভাই তবু পাই না আরাম,
দিনের বেলায় কোকাই-পাতাই রাইতের ঘুমও হারাম।
আমায় নিয়ে ব্যবসা করে নেতা-নেত্রী সবাই,
আছো কি ভাই এমন কেউ দিবেনা তাদের রেহাই।
আমিতো ভাই রাস্তার মেয়ে রাস্তাই আমার কাছে,
রাস্ত া আমার দু:খ বুঝে থাকে আশে-পাশে।"
"কপালফাটা বোনরে আমার!আরো কিছু বল্,
জীবনপাতার লেখাগুলো মেইলা আরো ধর"
"ইমাম সাহেব দেখলে আমায় আস্তাগফার পড়ে,
অমানুষের ঘরে যেয়ে কোরান খতম করে।
ধর্ম দিয়ে ধান্ধা করে গাান্ধা করে ঈমাণ,
তোমরা তারে ইমাম বল আমি বলি শয়তান।
ধর্ম দিয়ে ব্যবসা করি না শরীর দিয়ে করি,
শরীর খারাপ লাগলেরে ভাই আল্লার নাম পড়ি।
পশু আমার ভাঙ্গলো কপাল শয়তান আমি নই,
কেউ শোনে না দু:খ আমার কার কাছে যে কই?
নামাজ-রোজা করি না ভাই ঈমানও নাই বেশী,
আযান শুনে আল্লার ভয়ে মাথায় কাপড় রাখি।
কেয়ামতের ভয় আছে ভাই মানি আল্লারসূল,
তোমগো আশা করি না ভাই আল্লা নিবেন উসুল।
আল্লার আশা করি আমি যদিও আমি পাপী,
ইমামসাবের হইবো কি সময় পেলে ভাবি?
ছোট্টকালে শুনছি আমি উমর-আলীর নাম,
সত্যি তারা ইমাম ছিল কামে ছিল নাম।
কোরান খতম কেউ করে নাই ;ছিল সত্যবাদী,
আমার মত গুসকিগো করত আযাদী।
আযাদ করত নারী জাতি আযাদ করত দাসী,
সেই ইমাম আজ নাই বলে ভাই মনেমনে কাঁদি।
সেই কোরান তো আজো আছে নাই রাশিদার শাসন,
হাজার হাজার ইমাম আছে পেলাম নাতো তেমন?"
"কপালফাটা বোনরে আমার তুলি যদি ছবি,
এই জন্য আমারে কি কোন কিছু কবি?"
"নায়িকা নামে খানকি যারা তুলো তাগো ছবি,
খানকি যারা,গুসকি যারা ,খানকামো যাদের হবি।
পাতলা কাপড় পইড়া যারা খানকি নাচ নাচে,
তাগো নাচ দেইখারে ভাই আমার মরম লাগে ।
বুক নাচাইয়া পেট নাচাইয়া সমাজ করে নষ্ট,
তোমরা তাগো খানকি কওনা বুকে লাগে কষ্ট!
রাতের বেলায় ঘুরিফিরি দিনের বেলায় ঘুমাই,
আমার যে ভাই কপাল ফাটা শরীর দিয়ে কামাই।
তাগো তো ভাই কপাল ভালা তবুও তারা কামায়,
রাতেরবেলায় ক্লাবে ঘুরে দিনের বেলায় সিনেমায়।
তোমগো চোখে তারাই ভালা আমরা হইলাম খারাপ,
মানুষ বইলা কেউ ভাবনা কেউ করনা আরাপ।
বুকটা আমার দু;খে ভরা কপালটাও ফাটা,
আমার দু;খ লেখরে ভাই লাগবো হাজার পাতা।"
"কপালফাটা বোনরে আমার ! সময় বেশী নাই,
তোমার দু:খ পরে শুনুম এবার আমি যাই।"
অনাগত কালের বুকে রাখলাম েেছাট্ট দাবী,
এইভাবে কি গুসকি হবে ,হবে খানকি মাগী?
আজকে তারা রাস্তায় ঘুরে এমনটাও হবে,
তাদের দলে তোমার বোন ও মুখ লুকিয়ে রবে।
পরের বোন গুসকি বলে নাইরে তোমার চেতন,
লজ্জা তোমার জিন্দেগীতে মানুষ তুমি কেমন?
(এ.বি.নওয়াব-10 ইসেপ্টেম্বর1997)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০