তুমি অনেক বদলে গেছ
তুমি অনেক বদলে গেছ
কেবল বদলাইনি আমি আর আমার অস্তিত্ব।
অনেকবারই উপড়ে ফেলেছ আমার শিকড় ।
ভেবেই দেখনি তোমার শুষ্কভূমিতে আবার জন্মেছি ।
দিনের পর দিন খাঁ খা ঁরোদ্রে পুড়েছ আমাকে
আর আমার সংকীর্ণ চেতনাকে ।
তোমার পাষাণ হৃদয় কি একটুও কাপেঁনি ?
কি অপরাধ আমার ?
আমার অস্তিত্বের শিকড়গুলো র্নিলজ্জের মত
তোমার দু'চোখ খোঁজে-
পূর্ণিমার রজনীতে ।
সর্পিল শিকলগুলো আজ হারিয়ে গেছে আমাজনে
তোমার খোঁজে !
তুমি অনেক বদলে গেছ
অনবরত খোলস পাল্টে ফণা তুলেছ ,
লিকলিকে জিহ্বায় বিষ ঢালো আমার অস্তিত্বে।
আমার চেতনায় ।
ভেবেই দেখনি বিষের তীব্রতায় আবার জন্মেছি !
হাজার বার কেটেছ ,হাজার বার মেরেছ ,
মরেই জন্মেছি আর তোমার দু'চোখ খুঁজেছি -
বিরহের বনে জ্যোৎস্না দেখার জন্যে !
আষ্টেপিষ্ঠে জড়িয়ে যেতে চায় তোমার মাঝে
আমার অস্তিত্বের অবুঝ বন্য-শিকড় !
আর অবিরাম কেটে চলেছ তুমি ?
কি অপরাধ আমার ?
অবুঝ বন্য-শিকড়ের ?
তোমার দু'চোখ খোঁজা কি অপরাধ ?
দিনের পর দিন , রাতের পর রাত
অভিমানে অকারণে অবিরাম শিকড় কেটে চলেছ ?
আমার অস্তিত্বের শিকড় !
তোমাকে অভিযোগ জানাতে
শ্লোগানে মুখরিত রাতের তারা
বিচ্ছিন্ন শিকড় বয়ে
প্রতিবাদ জানায় শ্রাবণের ক্লান্ত-মেঘেরা !
আমারই শুধু তুমি ,
আমার শিকড়ের ভূমি ।
তুমি অনেক বদলে গেছ ,
কেবল বদলাই আমি আর আমার তৃষ্ণার্ত শিকড় ।
কখনোই কি ঢালবে না তোমার চোখের জল
আমার তৃষ্ণার্ত ,
আমার নির্লজ্জ অবুঝ বন্য-শিকড়ে ?
তুমি অনেক বদলে গেছ
কেবল বদলাই নি আমি
আর আমার তৃষ্ণর্াত শিকড় ।
অনেকবারই উপড়ে ফেলেছ আমার শিকড় ।
ভেবেই দেখনি তোমার শুষ্কভূমিতে আবার জন্মেছি ।
কি অপরাধ আমার ?
তোমার মাঝে আমার অস্তিত্ব খোঁজা কি অপরাধ ?
তুমি অনেক বদলে গেছ
বদলে ফেলেছ সবই ,
কেবল বদলাইনি আমি ,
আর আমার নিসঙ্গ পৃথিবী ।
(এ.বি.নওয়াব- 22শেজুর্ন 2001)
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:০৪