আমারা তিন বন্ধু দাওয়াত পেলাম প্রধানমন্ত্রির কার্যালয়ে বাবার চাকরির সুবাদে ।এখন তিন বন্ধু ভাবতে লাগলাম কি কাপড় পড়ে যাওয়া যায় ।শত হলেও প্রধানমন্ত্রির কার্যালয় ।তখন মিঃ আলগা বুদ্ধি দিল ,আমাদের বাবার মাথার চুলের রং যেমন ঠিক তেমন পোষাক পড়ে যাব ।
তখন আমি বললাম এইটা একটা ভাল বুদ্ধি ।
আমি যাব সাদা কাপড় পড়ে ,কারণ আমার বাবার চুলের রং সাদা ।
মিঃ এক্স বলল সে কাল কাপড় পড়বে ,কারণ তার বাবার চুলের কালার কাল ।
তখন মিঃ আলগা বলল ,তাহলে কি আমি লেংটা যাব? আমার বাবার মাথায়ত কোন চুলই নাই ।
তাই ওর জন্যে আর প্রধানমন্ত্রির কার্যালয়ে যাওয়া হল না
