যেদিন তুমি তোমার প্রথম কান্নার কর্কশমধুর আওয়াজে,
আর প্রিয়জনের মুখের সুবিস্তৃত হাসির আয়োজনে,
জানিয়ে দিলে নিজের বীরোচিত আগমন এই বাংলায়,
সেদিন তুমি হাঁটতেও পারতে না, হাসতেও পারতে না, বলতেও পারতে না।
আর আজ হাঁটতে-হাঁটতে হেঁটেছো এই বাংলার অর্ধেকটা পথ;
হাসতে-হাসতে, হাসাতে-হাসাতে করেছো পাড়া মাত;
বলতে-বলতে, বলাতে-বলাতে বেলা গড়িয়ে এসেছে নূতন রাত;
তবুও থামেনি তোমার হাঁটা-হাঁটানো, হাসা-হাসানো, বলা-বলানো।
অবারিত হোক তোমার পথ, প্রসারিত হোক হাসি, সুন্দরতর হোক তোমার বলা।
কাঁদবেও না, কাঁদাবেও না; অনন্ত-নিঃস্বার্থ হোক তোমার এই আবিরাম ছুটে চলা।
--
Happy Birthday to Tarequl Islam
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১১ রাত ১০:০৭