১. প্যাকজে P2 এবং P3 এর জন্য প্রতিদিন চার্জ হয়। যেটা আগে মাসের শেষে হত।
২. গ্রামীনফোন কাষ্টমার কেয়ারে মিনিট প্রতি কল চার্জ ১.০০ টাকা কাটা হয় যা আগে ফ্রি ছিল। এর ফলে ব্যালেন্স শোনার জন্যেও চার্জ দিতে হয়। যদিও চার্জ কাটার ব্যাপারে তারা এখনও পর্যন্ত নোটিফাই করেনি।
(ভাইরে আমার ১২১ এ কল চার্জ ৪১+ভ্যাট এসেছে। এখন আমার কি হবে!)
৩. কাষ্টমার কেয়ার সার্ভিস ২৪ ঘন্টা পরিবর্তে এখন সকাল ৭.০০ টা থেকে রাত ১২.০০ টা করা হয়েছে।
৪. আপনি যদি Package 3 (P3) Subscriber হয়ে থাকেন তাহলে আপনার ডাউনলোড লিমিট হলো Maximum 5GB. যা কিছুদিন আগেই আনলিমিটেড ছিল।
৫.
বিশ্বাস করুন আর নাই করুন আমি কোন এসএমএস লিংক থেকে কখনই কিছু ডাউনলোড করিনি।
Dear Subscriber you will get a download link very soon. For download more free content type ZC ON and send to 5353. Visit get-iphone-here.com for free content.
এই এসএমএস টি এসেছে ০৮৫৬৫৬ থেকে আর এর জন্য ৮+ভ্যাট চার্জ হয়েছে।
আমি যে কোন কিছু ডাউনলোড করিনি তার প্রমাণ.....
Sorry you dont have any service active with 5353. For Help Type HELP to 5353. TYPE DIAGOLD SEND TO 5353 TO WIN FIFA WC REPLICA BY DIAGOLD JEWELLERY
দেখনু ..
আরও বিভিন্ন কারনে জিপির প্রতি বিরক্ত হয়ে জিপি ইউজ করাই ছেড়ে দিলাম।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১০ রাত ১:০৮