-এই ছেলে তোমার Langman আছে।
-জ্বী ম্যাডাম।
ম্যাডামের কাছে আমি সব সময়ের জন্য গাধা ছাত্র(যদিও ধারনা ঠিক)।ম্যাডাম শুনতে চেয়েছিলেন নাই।আমার Langman’s Medical Embryology বইটা আছে শুনে কষ্টে ম্যাডাম মুখটা এমন কালো করলেন, দেখে আমার মায়াই হলো। মনে হল মিথ্যা করে হলেও বলতে হত জ্বী না ম্যাডাম, নাই।আহারে ম্যাডামের একটা সুন্দর হাসি মিস করেছি।
ভনিতা অনেক হলো এবার আসল কথায় আসি ।
এটা medical science’র বই। যাঁরা মেডিকেলে পড়ছেন,বিশেষ করে ১ম-২য় বর্ষে তাঁদের জন্য হয়ত বইটা কাজে লাগতে পারে। বইটা pdf ফরমেটে আছে। বইটার সবচে যেটা আমার কাছে ভালো লেগেছে তা হলো বইটার সূচীপত্রে চ্যাপ্টার গুলোর লিঙ্ক দেয়া আছে,শুধু লিঙ্কে চাপ দিলেই সেই পেজ এ চলে যায়।ছবি গুলোও ঝকঝকে। বইটার আকার মাত্র ১১.২২ মেগাবাইট এবং mediafire এ আপলোড করা।তো দেরী কেনো ঝটপট শুরু করে দিন ডাউনলোড।
download link
গত কয়েক দিন ধরে ম্যাডাম আমাকে দৌড়ের উপরে রাখছেন। হোস্টেল-বাসা-ডিপার্টমেন্ট এই করছি।উনাকে Langman’s Medical Embryology-বইটা ডিজিটাল ক্যামেরায় ছবি তুলে উনার ল্যাপিতে ঢুকায় দেয়া লাগবে।বড় কষ্টে ছিলাম। আজ এই pdf টা দেয়াতে ম্যাডাম যে কি খুশি, আমিও এক লাফে ম্যাডামের কাছে গাধা থেকে ভালো ছাত্র হয়ে গেছি।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১১ রাত ১১:১৯