মনের মাঝে অনেক কষ্ট আর ক্ষোভ নিয়ে লেখাটি লিখতে বসলাম।
স্বাধীনতার প্রথম দশক -
যা হারাল -
১> জাতির আমৃত্যু নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২> ১৯৭৫ সালের ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ চার জাতীয় নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়।
যা পেল -
১> ১৯৭৫ খ্রিস্টাব্দে শুরুতে মুজিব সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করত: দেশে বাকশাল নামীয় রাজনৈতিক দল গঠন করেন এবং একদলীয় শাসন ব্যবস্থা চালু করেন।
২>যুদ্ধ অপরাধীদের দেশে আগমন।
স্বাধীনতার দ্বিতীয় দশকঃ
যা হারাল -
১> আরেক রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান।
যা পেল্ - -
১> যুদ্ধ অপরাধি কর্তৃক রাজনৈতিক দল প্রতিষ্ঠা।
২> স্বৈর শাসক হুসেইন ম এরশাদ।
স্বাধীনতার তৃতীয় দশকঃ
১> ১৯৯০ এর গনঅভুথান।
২> সারা দেশে এলাকা ভিত্তিক সন্ত্রাসী সংগঠন।
৩> রাজনৈতিক পট পরিবর্তন । ( জনগনের ভাগ্যে জুটল কলা )
যা হারাল -
১>গন অভুথান কিছু অকৃত্রিম দেশ প্রেমিক।
স্বাধীনতার চতুর্থ দশকঃ
যা পেল -
১> রাজধানী তে গ্রেনেড হামলা।
২> অরাজকতায় পরিপূর্ণ বাংলাদেশ।
৩> দুর্নীতি তে এক নাম্বার।
৪> ধর্মীয় ফ্যানাটিক।
৫> বাংলা ভাই, আব্দুর রহমান আর জেএমবি।
৬> অ্যাসিড সন্ত্রাস।
৭> বিডিআর বিদ্রোহ।
৮> লগি বৈঠার উন্মাতাল তাণ্ডব।
৯> লাগাতার হরতাল। (২০০০- ২০১০ এর মধ্যে অনেকবার)
যা হারাল -
১> জনগণের মনের প্রশান্তি।
২> জাতীয় নিরাপত্তা।
স্বাধীনতার পঞ্চম দশক -
যা পেল -
১>ফেলানির মৃত দেহ।
২> বিশ্বজিতের মৃত দেহ।
৩> আমিনুল ইসলাম এর মৃত দেহ।
৪> ছাত্রলীগ সন্ত্রাস।
৫> অসহায় গার্মেন্টস শ্রমিকের বাচার আকুতি।
৬> দুর্ধর্ষ সন্ত্রাসী বিকাশ এর মুক্তি
যা হারাল-
১> জনগণের বিশ্বাস।
২> মানবতা।
৩> রাজনীতি।
৪> আস্থা।
৫> প্রকৃত দেশপ্রেম।স্বাধীনতার প্রথম দশক -
যা হারাল -
১> জাতির আমৃত্যু নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২> ১৯৭৫ সালের ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ চার জাতীয় নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়।
যা পেল -
১> ১৯৭৫ খ্রিস্টাব্দে শুরুতে মুজিব সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করত: দেশে বাকশাল নামীয় রাজনৈতিক দল গঠন করেন এবং একদলীয় শাসন ব্যবস্থা চালু করেন।
২>যুদ্ধ অপরাধীদের দেশে আগমন।
স্বাধীনতার দ্বিতীয় দশকঃ
যা হারাল -
১> আরেক রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান।
যা পেল্ - -
১> যুদ্ধ অপরাধি কর্তৃক রাজনৈতিক দল প্রতিষ্ঠা।
২> স্বৈর শাসক হুসেইন ম এরশাদ।
স্বাধীনতার তৃতীয় দশকঃ
১> ১৯৯০ এর গনঅভুথান।
২> সারা দেশে এলাকা ভিত্তিক সন্ত্রাসী সংগঠন।
৩> রাজনৈতিক পট পরিবর্তন । ( জনগনের ভাগ্যে জুটল কলা )
যা হারাল -
১>গন অভুথান কিছু অকৃত্রিম দেশ প্রেমিক।
স্বাধীনতার চতুর্থ দশকঃ
যা পেল -
১> রাজধানী তে গ্রেনেড হামলা।
২> অরাজকতায় পরিপূর্ণ বাংলাদেশ।
৩> দুর্নীতি তে এক নাম্বার।
৪> ধর্মীয় ফ্যানাটিক।
৫> বাংলা ভাই, আব্দুর রহমান আর জেএমবি।
৬> অ্যাসিড সন্ত্রাস।
৭> বিডিআর বিদ্রোহ।
৮> লগি বৈঠার উন্মাতাল তাণ্ডব।
৯> লাগাতার হরতাল। (২০০০- ২০১০ এর মধ্যে অনেকবার)
যা হারাল -
১> জনগণের মনের প্রশান্তি।
২> জাতীয় নিরাপত্তা।
স্বাধীনতার পঞ্চম দশক -
যা পেল -
১>ফেলানির মৃত দেহ।
২> বিশ্বজিতের মৃত দেহ।
৩> আমিনুল ইসলাম এর মৃত দেহ।
৪> ছাত্রলীগ সন্ত্রাস।
৫> অসহায় গার্মেন্টস শ্রমিকের বাচার আকুতি।
৬> দুর্ধর্ষ সন্ত্রাসী বিকাশ এর মুক্তি
যা হারাল-
১> জনগণের বিশ্বাস।
২> মানবতা।
৩> রাজনীতি।
৪> আস্থা।
৫> প্রকৃত দেশপ্রেম।
৬> স্বাধীনতা।
আজ মহান বিজয় দিবস। সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা। আর এ বিজয় উৎসর্গ করলাম সেইসব বীর যোদ্ধাদের, যারা রাত-দিন অক্লান্ত ভাবে যুদ্ধ করে দেশ সাধিন করেছে কিন্তু তাঁদের জন্য আমরা কিছুই করতে পারিনি।