আর্মস্ট্রঙ্গের সাথে আমার পরিচয় ১৯৬৯ সালে। এখনো মনে পড়ে সেই ঘটনাটা। তার কিম্ভুতকিমাকার নভোযান থেকে নামার পর বড় বড় চোখে তাকিয়ে ছিল। আমি তখন স্বভাবমতো বাঁহাতে বেনসন সুইচ টেনে যাচ্ছি। তার বড় বড় চোখ দেখে ঘাড়াইতে ইচ্ছা হল। প্রথম প্রশ্নটা ওর মুখ থেকেই
- তুমি কে ?
- তুই কে হারামজাদা ???
- আমি প্রথম চাঁদ বিজয়ী, তুমি কী কোন ধরনের এলিয়েন ?
[ মুখের ব্রণের জন্য দেখতে একটু বিশ্রী লাগছিল আমাকে কিন্তু এলিয়েন মনে হওয়ার তো কথা না ]
- কিচু উতা কুলা কুলা তোহ
- কী ব্যাপার তোমার মুখের ভাষা হঠাৎ বদলে গেল কেন ?
তারপর কিছুক্ষন এলিয়েন সাজার ঢং নিইয়ে আর্মস্ট্রঙ্গের সাথে পার্ট নিলাম।
সে আমেরিকার পতাকা বের করতেই আমি হা ! আমি শালা বাংলাদেশী আর আমার সামনে সে চাঁদে আমেরিকার পতাকা উড়াবে, চাঁদপুর হইলেও তো দিতাম না !!! তবে যাই হোক সে শেষ পর্যন্ত ধানমন্ডিতে তার কিছু বড় ভাইকে কল দিলে আমি পতাকা উড়াতে দিতে রাজি হলাম।
চাদে কিন্ত বাতাস নাই, ফূ টা আমি নিজের স্ক্রীনের বাইরে দিছিলাম। তার সাথে কন্ট্রাক্টে তার স্পেস স্যুটটা ধার নিছিলাম। দেখেন ঐটা আমার ছবি, স্যূটটা কিন্তু আর্মস্ট্রঙ্গের ...