বাংলাদেশে র্যাপ শুরু হয়েছে বেশীদিন হয়নি। কিন্তু দেশে বেশ অনেক র্যাপার ই আছেন। অনেকে হয়তো তাদের গান শুনেন কিন্তু তাদের চিনেন নাহ। চলুন তাদের চিনে নেই।
[র্যাপাররা ভিনগ্রহেরবাসী, তাদের ছবি দেখলে বমি আসা অস্বাভাবিক নয়, তাই সাবধানে পোষ্টে প্রবেশ করুন।]
১. এসিড
ব্যান্ডঃ স্টয়েক ব্লিজ
স্টাইলঃ ফাষ্ট র্যাপ
বেষ্ট র্যাপঃ আবার জিগায়
"এসিড আবার জিগায় গান দিয়ে সবার মন জয় করে নেয়। ২০০৬ সালে সে এই গান নিয়ে সবার সামনে আসে। এরপর ফুয়াদ ফিচারিং কল্পনার বাইরে এলবাম এ এসিড সবচেয়ে দ্রুত বাংলা র্যাপ ফায়ার লাইক আ ড্রাগন গেয়ে র্যাপার মহলে ভাল জায়গা করে নেয়। তবে এসিড এর আই মেক ইট হট গানের চেয়ে দ্রুত বাংলা র্যাপ এখনো হয় নি।"
২.স্কিব খান
ব্যান্ডঃ দেশী এমসিজ
স্টাইলঃ গ্যাংস্টা র্যাপ
বেষ্ট র্যাপঃ গ্যাঞ্জাম
" প্রথম বাংলা গ্যাংস্টা র্যাপার হিসেবে স্কিব খান তার র্যাপ লাইফ শুরু করেন। বাবর রোড এর র্যাপার হিসেবে সে বেশ নাম করে ফেলে। তার প্রথম এলবাম ব্যান্ড এ ইংলাদেশী , বাপ রে বাপ, নিউ এইজ গানের জন্য শ্রোতাদের মন জয় করেন। এরপর এক্সপ্লোসিভ গ্যাংস্টা র্যাপ হিসেবে গ্যঞ্জাম গানটি করেন কাটা তারের বেড়া এলবাম এ। গানটি এখনো অনেক শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে।"
৩. ফকির লাল মিয়া
স্টাইলঃ আল্টিমেট র্যাপ
বেষ্ট র্যাপঃ বিচার চাই
"লাল মিয়া কে চিনে না, এমন র্যাপ লিসেনার দেশে কম ই আছে। বাংলা র্যাপ এর জন্মদাতা হিসেবে দাবি করা এই র্যাপার গানে ইংরেজী ঢুকাতে একেবারেই অপছন্দ করেন। বরং ছন্দের মাধ্যমেই তিনি বাংলা র্যাপ করে যেতে পছন্দ করেন। লাল একাই একশ আর ছয় নং বিপদ সংকেত এলবাম দুটো তাকে এনে দিয়েছে খ্যাতির শিখরে। তার বিচার চাই গানটি খুব প্রশংসা লাভ করেছে সাধারন মানুষের। সম্প্রতি দেশী এমসিজ এর আজব প্যাচাল গানের তৃতীয় পর্বে এনে দিয়েছেন ভিন্ন মাত্রা।"
৪. ব্ল্যাক জ্যাং
ব্যান্ডঃ আপটাউন লোকালজ
স্টাইলঃ আন্ডারগ্রাউন্ড র্যাপ
বেষ্ট র্যাপঃ ঢাকা
"কালা, চিকনা, লম্বা পোলা, আজীব একটা চিজ খ্যাত ব্ল্যাক জ্যাং তার র্যাপ লাইফ শুরু করেন আপটাউন লোকলজ এ। তার আসল নাম হচ্ছে আসিফুল ইসলাম সোহান তার পুরোনো গান গুলোতে গালির চূড়ান্ত (!) ব্যাবহারের কারনে আন্ডারগ্রাউন্ড র্যাপার হিসেবে তিনি সবার কাছে পরিচিত হন। কিন্তু কাহীনি সিন পাট এলবামের মাধ্যমে তিনি সবাইকে দেখিয়ে দেন যে তিনি ভাল র্যাপ ও করতে পারেন। ফেসবুকে তিনি সবার সাথে ফ্রী এবং তিনি যে আমার সাথে ফেবু ইউজ করেন তা একরকম ঢোল পিটিয়েই বলছেন ( ) ।
৫. এডি
ব্যান্ডঃ TOR
স্টাইলঃ মিউজিকাল র্যাপ
বেষ্ট র্যাপঃ পিরিতির নেশা
"এডির পুরো নাম আদনান বিন আহমেদ। মেশিন আদনান র্যাপ করে মোহাম্মদপুরের এই র্যাপার নিউএইজ পোলাপানের কাছে হট হয়ে গেছে। TOR এর ব্যাবসা সফল এলবাম হিপ হপ জাতির পর এবার এডি হিপ হপ জাতি ২ এর জন্য প্রস্তুত। আজকে তার কনসার্ট, আশা করি এডির কনসার্ট সফল হবে।"
"আজ শুধুমাত্র কয়েকজন র্যাপারের পরিচয় দিলাম। শীঘ্রই আরো র্যাপারের পরিচয় দিব। ভাল লাগলে কমেন্ট করবেন।"