ছেলেদের ২০টি বেহায়া অভ্যাস লেখার পর থেকে ব্লগীয় ভাইকুল দলে দলে মিছিল সহকারে বজ্রকন্ঠে আওয়াজ তুলেছে `মানি না মানব না,আবিদার মিথ্যাচার রুখে দাও,রুখে দাও।' অনেকের মন্তব্যে পেসার রীতিমত হাই,লো হয়ে গিয়েছে যে সেটা বোঝা গিয়েছে।
এমতবস্থায় ব্লগার ভাইকুলের কথা বিবেচনা করে মেয়েদের ২০টি বদ (!) অভ্যাস নিয়ে হাজির হয়েছি ।আশাকরি নারী জাতির ২০টি অভ্যাস পড়ে ব্লগীয় ভাইকুলের ক্রোধ কিছুটা প্রশমিত হবে ।
নারী যখন বোন
●ভাইকে মা-বাবার বকার হাত থেকে রক্ষা করতে নিজের ঘাড়ে দোষ নেওয়া।
●ভাই বকা দিলেও বেহায়ার মত ভাইয়ের রুম,টেবিলের বই খাতা,আলনার কাপড় চোপড় প্রতিদিন গুছিয়ে রাখা।
●ভাইয়ের কাপড় চোপড় ধুয়ে দেওয়া।
●কাঁচা ঘুম থেকে উঠে গভীর রাতে বাইরে আড্ডা দিয়ে আসা ভাইকে দরজা খুলে দেওয়া।
●ভাইয়ের জন্য কোমরে ওড়না পেছিয়ে বাবার সাথে ঝগড়া করা।
নারী যখন প্রেমিকা
●প্রেমিক অন্য মেয়ের সাথে টাংকি মারলেও ভাল করে একবার সরি বললে সব ভূলে যাওয়া।
●প্রেমিক অন্যায় করে উল্টো ধমক দিলেও ফোনের পর পর ফোন করে খাবার-দাবারের খবর নেওয়া।
●প্রেমিকের সামান্য জ্বর হলেও যতক্ষন পর্যন্ত ডাক্তারের কাছে যেতে না যায় ততক্ষন পর্যন্ত ঘ্যানঘ্যান করা।
●প্রেমিকের মন রক্ষার্থে অনেক কাছের বন্ধুর সাথেও যোগাযোগ বন্ধ করে দেওয়া।
●হাত খরচের টাকা বাচিঁয়ে প্রেমিককে জন্মদিন,ভালবাসা দিবস,ঈদে গিফট দেওয়া।
নারী যখন স্ত্রী
●সারাদিন সংসার,বাচ্চাকাচ্চা নিয়ে গাধার খাটুনি খেটেও স্বামীর ` সারাদিন করটা কি,ঘরে বসে বসে শুধু খাও আর ঘুমাও' জাতীয় বাক্যগুলোর জোরালো প্রতিবাদ না করা।
●স্বামীর জন্য না খেয়ে বসে থাকা।
●নিজের পছন্দের খাবারকে প্রাধান্য না দিয়ে স্বামীর পছন্দের খাবার রান্না করা।
●স্বামীর নাক ডাকা সহ্য করা।
নারী যখন মা
●নিজে না খেয়ে সন্তানের জন্য রেখে দেওয়া।
●সন্তানদের শখ পূরন করতে গিয়ে নিজের স্বাদ আহলাদ বিসর্জন দেওয়া।
●`তোমার আস্কারায় ছেলে মাথায় উঠেছে/লাই দিয়ে দিয়ে ছেলেকে এতটাই মাথায় উঠিয়েছো দিন দিন বখে যাচ্ছে ' টাইপের স্বামীর বাক্যগুলো হাসি মুখে হজম করা।
●সন্তান কলেজ,ভার্সিটি,বাজারে গেলে যতক্ষন পর্যন্ত না ফিরে ততক্ষন পর্যন্ত অস্থির থাকা ।
●সন্তান অসুস্থ হলে রাতের পর রাত সন্তানের পাশে জেগে থাকা।
●ঈদে চাঁদে,পূজায় নিজের জন্য সস্তায় কাপড় চোপড় এমনকি অনেক সময় তাও না কেনা।
লেখাটি উৎসর্গ করছি প্রতিবাদী কন্ঠস্বর ব্লগার জেরী কে ।যিনি প্রচলিত পুতুপুতু ন্যাকামি ব্লগিং না করে সোজাসাপটা ব্লগিং করেন।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১২ ভোর ৫:২৯