তুমি প্রজা!
তবে, কেন রাজার বিরুদ্ধে কইলে কথা?
আবরার বলে শোন তবে দাদা-
বলি, তোমার কাছে। রাজা যে শোষক,
করে নিপীড়ন ক্ষমতা জাহির করে।
ক্ষমতা তিনি করতে পাকা- দেশ দেয় বিলিয়ে।
আরে বোকা, বন্ধু কাকে বলে জানো না দেখি?
বন্ধু মোরা তাদের আমারা, বন্ধুকে ভালবাসি!
কিছু যদি দেইবা তাকে, রাগ করো কেন মিছি?
আপনি জ্ঞানী, মূর্খ আমি,
এতটুকু বুঝি, নিজের ক্ষতি নিজেই করি
এ কোন পাগলামি?
বোকার মত প্রশ্ন করো, উত্তর খোঁজ আবার!
এ মাত্র বললে তুমি ক্ষতি যে যার যার!
নিজের ক্ষতি, নিজের ক্ষতি, আমার হিসেব করি।
পরের প্রাপ্য দিয়ে কেন বন্ধুকে ভালবাসি!
পরের প্রাপ্য ভুল হলো যে, দেশটা তো আমার
আমার জিনিস বন্ধুকে দিবে সে কোন জমিদার
উগ্র হয়োনা উগ্র হয়োনা শিক্ষা হয়নি তোমার!
শিক্ষা, দাদা শিক্ষা হয়নি, হাঁসালে তুমি!
শিক্ষা আবার কী?
সত্য কথা বলে নিজের প্রাণটা দিয়েছি।
দেখলাম ভেবে বলো বোকা, বোকা আসলে তুমি।
ক্ষমতা লোভী রাজার হয়ে করো চামচামি।
ক্ষমতা লোভে মিত্র বাড়ায় করে দেশের ক্ষতি,
তবুও আমি বলবো না কথা এ কেন শুনি?
আবরার, চুপ যাও, চুপ যাও তুমি,
আমি সকল বুঝি।
তোমার জন্য হৃদয় ব্যাকুল, জানে আত্মযামী।
চাইনা হোক আর কারো তোমার পরিনতি।
নুরুল হুদা
২২শে শ্রাবণ ১৪২৬