ঐশীর আজেকের ঐশী হওয়ার পেছনে শুধু ওকে দোষ দিলে ভুল হবে।কারণ,ওর পরিবারের অবহেলা এবং আমাদের বাজে সমাজব্যবস্থা ঐশীকে খারাপ করে তুলেছে।তো ঐশী একা শাস্তি কেন পাবে?
আমি ঐশীর পক্ষ নিচ্ছি না। আমি বলতে চাচ্ছি আমাদের অবস্থা আজ এমন হয়েছে যে, অন্যায় প্রতিরোধের থেকে অন্যায় প্রতিকারে বেশি জোর দেওয়া হচ্ছে।আমার কথা হল আজ এক ঐশীকে ফাসী দেওয়া হল কিন্তু কাল যে হাজার হাজার ঐশী জন্মাবে বাংলার ঘরে ঘরে তখন কত জনকে ফাসী দিবেন?
শুধু বাজে পণ্য ধ্বংস না করে যদি সেই পণ্য তৈরীর কারখানা ধ্বংস করা হয় তাহলে কি বেশি উপকার হবে না???
ঐশীরা হচ্ছে সেই বাজে পণ্য আর সেই পণ্য তৈরীর কারখানা এবং কারিগর হচ্ছে বদীরা!
এক জন দুই জন ঐশীকে শাস্তি দিয়ে লাভ নাই কারণ ঐশী তৈরীর কারিগর বদীরা আজ রাজনৈতিক ছত্রছায়ায় থাকছে সকলের ধরা ছোয়ার বাহিরে।টেকনাফ থেকে যে ইয়াবাগুলো সারা দেশে ছড়িয়ে পড়ছে সেগুলো কি শুধু ২/১ জন ঐশী গ্রহণ করেছে?কখনই না। এক ঐশী আমাদের চোখে পড়েছে কিন্তু এই রকম হাজারো ঐশীরা সারা বাংলায় ছড়িয়ে আছে,যারা আমাদের সবার চোখে পড়ছে না।তাই আগে বদীদের ফাসী দিতে হবে যাতে এই রকম ঐশী আর তৈরী না হতে পারে।
আর রাজনৈতিক দল গুলোকে দেশকে আগে প্রাধান্য দিতে হবে।দেশ এবং সমাজব্যবস্থা ধ্বংস করছে এমন কেও যদি নিজের দলেও থাকে তবুও দেশের কথা চিন্তা করে তাদের শাস্তির ব্যবস্থা করুন।আর মনে রাখবেন,দেশের যুব সমাজের মধ্যে কিন্তু আপনাদের আদরের সন্তানেরাও আছে।আপনারা যদি ওই সব বদীদের শাস্তি না দেন দেখবেন একদিন আপনার আদরের সন্তানদের অবস্থা ঐশীদের মতই হয়েছে।তাই শুধু নিজের সন্তানদের কথা চিন্তা করে হলেও বদীদের শাস্তির ব্যবস্থা করুন,যুব সমাজটাকে বাচান।কারণ, যুবসমাজ ধ্বংস হওয়া মানে গোটা দেশ ধ্বংস হওয়া।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৫