অভিশপ্ত নীল আঁখি মম
জ্যোৎস্নার আঁধার রাত্রি আমার ,
যবে তব দুয়ার পানে দাঁড়ায়ে বন্ধু...!
অপেক্ষারত তব দুয়ার খুলিবার কালে,
নীল ফণী ভেবে যবে তোমার আঁখি খুলিবার ভয় হয়।
নীল অভিমানে বন্ধু, ব্যাথা পুষ্প ফুলে উঠা
ঝরে পড়া কতো আঁখি জ্বল।।
অনাদৃত নিশাচর বিধুর ভালোবাসা
ঝরে পড়ে নিভৃতে বেদনা ভরা পুষ্পের মতো।
ভোর ভেজা কুহেলি গগণ জুড়ে
যে বাতাস জুড়ায়ে তব ভীত মৃদু-কোমল দেহে
তারি সাথে মোর পথ চলা ,
চুম্বিয়া লই তব প্রাণ পুরে।
সহসা বুক ধরে জেগে উঠে প্রাণ
ভালোবাসা জেগে উঠে তোমার পাণে
যেই ভালোবাসা ভাসিয়াছো ভালো , কালের পর কাল।
মনে হয় ,
তোমার আঁখি পাণে কেহ দাঁড়ায়ে
কতো শত কাল ভিক্ষা যাচে।
সেই ভিক্ষা পাত্র দাঁড়ায়ে লোভী মোর প্রান,
শত যুগ ধরে আছি তব দ্বার পাণে।
ভীত মৃদু-কোমল দেহে যখন
সরল লজ্জিত অলংকার-সাজে,
তখন , ভালোবাসা দিয়ে যাও
অভিশপ্ত নীল আঁখি পাত্রে।
মাসুম...
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৭