এই ব্লগটি যখন লিখছি তখন সামুতে মোট ভিজিটর আছেন প্রায় ১৫০০। যার মধ্যে ১১০০ জনেরও বেশি ব্লগে আছেন তার মোবাইল ফোনটি ব্যবহার করে। প্রযুক্তির ধারাবাহিক অগ্রগতিতে ল্যাপটপ, পিসির চেয়ে স্মার্টফোনেই বর্তমান মানুষের স্বাচ্ছন্দ্য। কিন্তু বাস্তবতা হচ্ছে, অন্যান্য সাইটের তুলনায় সামুর মোবাইল সাইট অনেক বেশি অনুন্নত।
সামু তার দীর্ঘ পথ পরিক্রমায় একটি বিশাল রিসোর্স সাইটে পরিণত হয়েছে। যে কোন বিষয়ে জানার আগ্রহ নিয়ে কেউ গুগলে সার্চ করলে দেখা যাবে সে বিষয় নিয়ে সামুতে ইতিপূর্বে কেউ না কেউ কিছু না কিছু লিখেছে। এবার সেই লেখা পড়তে কেউ যদি লিঙ্কে ক্লিক করে, আর সেটা যদি হয় মোবাইল ফোন থেকে, তখনই ঘটে বিপত্তি। ব্লগের প্রথম পাতা চলে আসে। কাঙ্ক্ষিত লেখা আর খুঁজে পাওয়া যায় না।
এছাড়াও মোবাইল সংস্করণে বেশ কিছু সমস্যা রয়েছে যার আশু সমাধান হওয়া প্রয়োজন ৷ এ বিষয়ে সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ৷
পাঠক! আপনাদের জানামতে মোবাইল সাইটের আরও কোন সমস্যা থাকলে কমেন্টের মাধ্যমে শেয়ার করুন ৷
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১০:১৭