১ম পর্ব
২য় পর্ব
নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহর যার হাতে আমার জীবন। অসংখ্য দুরুদ ও সালাম সর্বশেষ ও চুড়ান্ত নবী মোহাম্মদ সাঃ এর উপর।
-------------------------------------------------------------------------
৪. রাসূলুল্লাহ (সঃ) ও আলী (রা) নূর থেকে সৃষ্ট
خُـلِقْتُ أنا وعلي من نور ، وكـنا عن يـمين العَـرْش قَـبْلَ أَنْ يَخْـلُقَ اللهُ آدمَ بِأَلفي عام، ثم خلق الله آدم فانقلبنا في أصلاب الرجال
“আমাকে ও আলীকে নূর থেকে সৃষ্টি করা হয়। আদমের সৃষ্টির ২ হাজার বৎসর পূর্বে আমরা আরশের ডান পার্শ্বে ছিলাম। অতঃপর যখন আল্লাহ আদমকে সৃষ্টি করলেন তখন আমরা মানুষদের ঔরসে ঘুরতে লাগলাম।”
মুহাদ্দিসগণ একমত যে, কথাটি একটি মিথ্যা ও জাল হাদীস। জা’ফর ইবনু আহমদ ইবনু আলী আল-গাফিকী নামক একজন মিথ্যাবাদী জালিয়াত এই হাদীসটি বানিয়েছে এবং এর জন্য একটি সনদও সে বানিয়েছে।
=============================================
৫. রাসূলুল্লাহকে (সঃ) আল্লাহর নূর, আবূ বকরকে তাঁর নূর… থেকে সৃষ্টি
خَـلَقَنِي اللهُ مِنْ نُـوْرِهِ، وخَـلَقَ أَبا بَـكْـرٍ مِـنْ نُـوري، وخَـلَقَ عُـمَـرَ مِـنْ نُـور أبي بكر، وخَـلَقَ أُمَّـتِيْ مِـنْ نُـوْرِ عُـمَرَ…
“আল্লাহ আমাকে তাঁর নূর থেকে সৃষ্টি করেছেন, আবূ বাকারকে আমার নূর থেকে সৃষ্টি করেছেন, উমারকে আবূ বাকরের নূর থেকে সৃষ্টি করেছেন এবং আমার উম্মাতকে উমারের নূর থেকে সৃষ্টি করেছেন…।”
মুহাদ্দিসগণ একমত যে, কথাটি মিথ্যা ও বানোয়াট। আহমদ ইবনু ইউসূফ আল-মানবিযী নামক এক ব্যক্তি এই মিথ্যা কথাটির প্রচারক। সে এই কথাটির একটি সুন্দর সনদও বানিয়েছে।
এই অর্থে আরেকটি বানোয়াট কথা:
إِنَّ اللهَ خَـلَقَنِيْ مِنْ نُـورِه وخَـلَقَ أبا بَكْـرٍ من نوري وخلق عمر من نور أبي بكر وخلق الْمُؤْمِنِيْن كلهم من نور عمر غير النبيين والمرسلين
“আল্লাহ আমাকে তাঁর নূর থেকে সৃষ্টি করেছেন, আবূ বাক্রকে আমার নূর থেকে সৃষ্টি করেছেন, উমারকে আবূ বাকরের নূর থেকে সৃষ্টি করেছেন এবং নবী-রাসূল ব্যতীত মুমিনগণের সকলকেই উমারের নূর থেকে সৃষ্টি করেছেন।”
এই অর্থে আরেকটি ভিত্তিহীন কথা:
إن الله خلقني من نور وخلق أبا بكر من نوري وخلق عمر وعائشة من نور أبي بكر وخلق المؤمنين من أمتي من نور عمر وخـلق الـمؤمنات من أمتـي من نور عائشة
“আল্লাহ আমাকে তাঁর নূর থেকে সৃষ্টি করেছেন, আবূ বাক্রকে আমার নূর থেকে সৃষ্টি করেছেন, উমার ও আয়েশাকে আবূ বাকরের নূর থেকে সৃষ্টি করেছেন আর আমার উম্মাতের মুমিন পুরুষগণকে উমারের নূর থেকে এবং মুমিন নারীগণকে আয়েশার নূর থেকে সৃষ্টি করেছেন।”
=============================================
৬. আল্লাহর মুখমণ্ডলের নূরে রাসূলুল্লাহ (সঃ)-এর সৃষ্টি
আব্দুল কাদের জীলানীর (রাহ) নামে প্রচলিত ‘র্সিরুল আসরার’ নামক জাল পুস্তকটির মধ্যে জালিয়াতগণ অনেক জঘন্য কথা হাদীস নামে ঢুকিয়েছে। এ সকল জাল কথার একটিতে বলা হয়েছে, আল্লাহ বলেছেন:
خَـلَـقْتُ مُحَـمَّـداً مِـنْ نُـوْرِ وَجْـهِـيْ
“আমি মুহাম্মাদকে আমার মুখমণ্ডলের নূর থেকে সৃষ্টি করেছি।”
এই জঘন্য মিথ্যা কথাটি কোনো জাল সনদেও কোথাও বর্ণিত হয় নি।
=============================================
৭. রাসূলুল্লাহ সা: এর নূরে ধান-চাউল সৃষ্টি!
জালিয়াতদের বানানো আরেকটি মিথ্যা কথা:
الأَرُزُّ مِنِّي وأنا مِنَ الأَرُزِّ خُـلِقَتِ الأَرُزُّ مِنْ بَـقِيَّـةِ نُـوْرِيْ
“চাউল আমা হতে এবং আমি চাউল থেকে। আমার অবশিষ্ট নূর থেকে চাউলকে সৃষ্টি করা হয়।”
=============================================
৮. ঈমানদার মুসলমান আল্লাহর নূর দ্বারা সৃষ্ট
দায়লামী (৫০৯) তার ‘আল-ফিরদাউস’ নামক পুস্তকে ইবনু আব্বাস (রা)-এর সূত্রে রাসূলুল্লাহ () থেকে বর্ণনা করেছেন:
اَلْمُـؤْمِـنُ يَـنْـظُـرُ بِنُـوْرِ اللهِ الَّذِيْ خُـلِـقَ مِـنْـه
“মুমিন আল্লাহর নূরের দ্বারা দৃষ্টিপাত করেন, যে নূর থেকে তাকে সৃষ্টি করা হয়েছে।”
এই হাদীসটিও জাল। এর একমাত্র বর্ণনাকারী মাইসারাহ ইবনু আব্দু রাব্বিহ দ্বিতীয়-তৃতীয় হিজরী শতকের অন্যতম প্রসিদ্ধ জালিয়াত ও মিথ্যাবাদী রাবী। ইমাম বুখারী, আবূ দাউদ, আবূ হাতিম, ইবনু হিব্বান সহ সকল মুহাদ্দিস এ বিষয়ে একমত। তাঁরা তার ‘রচিত’ অনেক জাল হাদীস উল্লেখ করেছেন।
--------------------------------------------------------------------
সত্য কথা হলো নবীজি সা: সত্য কথা বলে হইছেন মিথ্যুক। আর আমরা সত্য কথা কইলে হই মৌলবাদী, ওহাবী।
=> আর এই সব জাল হাদিসগুলো দিয়ে ""নূর পার্টি""রা আমাদের সাথে বিতর্কে আসে। কারণ তারা এগুলো চরম ভাবে বিশ্বাস করে। কারণ তাদের পীররা কি না জাইনা বলছে? পীরের তাকলীদ কারীরাই এমন জাল হাদিসগুলো প্রচার করে।
সর্বশেষ যেই আয়াত দিয়ে শেষ করতে চাই সেটা হলো
সূরা বনি ইস্রাইল-৮১> সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। মিথ্যা তার প্রকৃতিগত কারণেই বিলুপ্ত হয়।
আল্লাহ আমাদের সত্য বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আমীন।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:৫১