আসসালামু আলাইকুম,
শান্তি বর্ষিত হোক। শান্তি বর্ষিত হোক সেই ব্যক্তির উপর যে হেদায়েতের অনুসরণ করে কাফেরদের মধ্যথেকে, মুশরিকদের মধ্যথেকে, মুনাফেকদের মধ্যথেকে বা নাস্তিকদের মধ্যথেকে।
--------------------------------------------------------------------------
রাশিচক্র বিশ্বাস বা রাশিচক্রের মাধ্যমে ভাগ্যনিয়ন্ত্রন হলো শিরক। আল্লাহ যদি কারো ক্ষতি চান কেউ কি তা রোধ করতে পারবে? আর আল্লাহ যদি কারো ভালো চান তাহলে তার ক্ষতি করার সাধ্য কি কারো আছে?
রাশিচক্রের মাধ্যমে ভাগ্য নিয়ন্ত্রন করার চেষ্টা করলে
- তা স্রষ্টার উপর ভরসা না করে সৃষ্টির উপর ভরসা করা হয় যা নিঃসন্দেহে শিরক।
- এতে মানুষ নিরাশ হয়।
- নিজেকে দূর্ভাগা মনে করে।
- নিজের উপর আস্থা কমে যায়।
- অর্থের অপচয় হয়।
- অন্ধ বিশ্বাস বাড়ে।
- মানুষের জীবনে হতাশা সৃষ্টি করে।
- মানুষকে মাদকের দিকে ঠেলে দেয়।
- অশ্লীল কাজে উৎসাহ দেয়।
তবে সবচেয়ে বিপদজ্জনক হলো এটা আল্লাহর উপর ভরসা করে জান্নাত পাওয়া থেকে জাহান্নামের দিকে নিয়ে যায়।
সূরা তালাক-৩> যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট।
সূরা আয-যুমার-৫৩> বল, ‘হে আমার বান্দাগণ, যারা নিজদের ওপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দিবেন, নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু’।
অতএব আল্লাহর উপর ভরসা করেন এবং নিজে থেকে সর্বাত্মক চেষ্টা করেন। ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করেন।
এবং যারা শিরক করে তাদের ব্যাপারে বলি।
সূরা নিসা-৪৮, ১১৬> নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরকের গুনাহ মাফ করেন না।
সূরা যুমার-৬৫> হে নবী আপনাকে প্রত্যাদেশ করা যাইতেছে এবং আপনার পুর্ববর্তীদেরও প্রত্যাদেশ করা হয়েছিল যে, যদি আপনি আল্লাহ সাথে শিরক করেন তাহলে আপনার সব আমল বাতিল হবে এবং আপনি হবেন ক্ষতিগ্রস্থদের অর্ন্তভূক্ত।
সূরা আনআম-৮৮> এটি আল্লাহর হেদায়েত। স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা, এপথে চালান। যদি তারা শেরেকী করত, তবে তাদের কাজ কর্ম তাদের জন্যে ব্যর্থ হয়ে যেত।
অতএব শিরক করলে আমলসমূহ ধ্বংস হয়ে যায়।
সর্বশেষ যেই ডেন্জারাস আয়াত। সেটা হলো
সূরা মায়িদাহ-৭২> নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে বা শিরক করে, আল্লাহ তার জন্যে জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান হয় জাহান্নাম। জালিমদের কোন সাহায্যকারী নেই।
সূরা নিসা-১১৫> যে কেউ রসূলের বিরুদ্ধাচারণ করে, তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পর এবং সব মুসলমানের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, আমি তাকে ঐ দিকেই ফেরাব যে দিক সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আর তা নিকৃষ্টতর গন্তব্যস্থান।
আল্লাহ আমাদের সত্য বুঝার এবং গোঁড়ামি ছেড়ে সত্য গ্রহণের এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমীন