আসসালামু আলাইকুম
সকলের উপর শান্তি বর্ষিত হোক। শান্তি বর্ষিত হোক সেই মানুষটির উপর যে হেদায়েতের, সত্যের অনুসরণ করে।
নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি এই জগত সমূহের পালনকর্তা। পালনকর্তা আমার এবং পালনকর্তা আমার পূর্ববর্তী এবং পরবর্তীদের যদিও কেউ কেউ সেটা অস্বীকার করে। সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার কাজ তো শুধু বাণী পৌছে দেওয়া।
অসংখ্য দুরুদ ও সালাম শেষ নবী, কল্কি অবতার, নারাশাংসা (বেদঅনুযায়ী) মোহাম্মদ সাঃ এর উপর।
----------------------------------------------------------------------------------
বিষয় : গাজা
বৈজ্ঞানিক নাম : Cannabis Indica
উপাদান : ক্যানাবিডিয়ল, ক্যানাবিনলিক
পশ্চিমায় পরিচিত : মারিজুয়ানা মারিহুয়ানা, হাশিশ
এছাড়াও পরিচিত : ভাং, সিদ্ধি পাট্টি, সব্জি, গ্রাস, মাজুন ইত্যাদি।
----------------------------------------------------------------------------------
উপসর্গঃ
দৃষ্টিভ্রম, বাচালতা,
মাংশপেশীর অনিয়ন্ত্রিত ও অপ্রয়োজনীয় সংকোচন,
দিকভ্রান্ত হওয়া, মাথা ঘুরা, ক্ষুদা লাগা, গভীর ঘুমে অচেতন হয়ে যাওয়া, সময়জ্ঞান হারানো, প্রলাপ বকা, বিকার আসা এমনকি মানুষকে হত্যাকরার ইচ্ছাও জাগ্রত হতে পারে।
এছাড়াও বেশী মাত্রা হয়ে গেলে হাত পা নড়াচড়ার নিয়ন্ত্রন হারিয়ে ফেলা, হাতে পায়ে ঝি ঝি ধরা, অবশ হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, মানষিক বিকারগ্রস্ত হয়ে যাওয়া এবং শেষ শ্বাসকষ্ট হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।
----------------------------------------------------------------------------------
১। অসুখঃ গাজা সাইকোসিস হতে পারে।
এতে চোখে রক্তজমে, চোখ লাল হয়ে যায়, ক্ষুদামন্দা, নির্জিবতা, শরীরের মাংষ-পেষী শুকিয়ে যাওয়া, অত্যাধিক দুর্বলতা, হাত পা অনবরত কাপতে থাকা, পুরুষত্বহীনতা থেকে শুরু করে মানষিক রোগী হয়ে যাওয়ার সম্ভবনা আছে।
২। অসুখঃ রানিং এমোক
এতে দৃষ্টিভ্রম, নির্যাতিত বঞ্চিত হবার আশংকা, হিংসাত্মক, আগ্রাসী সন্ত্রাসী। এই রোগে সামনে যাকে পাবে তাকে শত্র“ মনে করতে পারে। না বুঝে হত্যাও করতে পারে। নেশা শেষ হবার আগ পর্যন্ত অনেক মানুষকে হত্যার চেষ্টা করতে পারে। নেশা কেটে গেলে দুঃখে আত্মহত্যাও করতে পারে।
আসক্ত হওয়ার কারণসমূহঃ
১। সৃষ্টি কর্তা আল্লাহকে ভূলে যাওয়া, আল্লাহর সাথে দুরত্ব সৃষ্টি হওয়া এবং অহংকারবশত নিজের মনঃবাসনাকে ইলাহ বা আদেশদাতা হিসেবে গ্রহণ করা ।
২। নিজে যেটা বুঝি সেটাই ঠিক, "আমি কি ঘাষ খাই নাকি" এই টাইপের ধারণা পোষন করা।
৩। কারো আদেশের তোয়াক্কা না করা।
৪। নিজেকে আধুনিক হিসেবে পরিচয় দেওয়ার জন্য মাদক গ্রহণ করা হোক সেটা ছোট্ট একটা সিগেরেট।
৫। প্রেম বিচ্ছেদ
৬। অতি উৎসাহিত
৭। পরকীয়া প্রেম
৮। আর্থিক অসঙ্গতি
৯। অসৎ সংগ
১০। বেকারত্ব
১১। বন্ধুদের মধ্যে অস¤প্রীতি
১২। পারিবারিক নির্দেশহীনতা
১৩। অন্যান্য