কবে থেকে দাড়িয়ে আছে পুরোনো এই বাড়ি,
ছোট্ট উঠান কোনে রাখা, মরচে পড়া গাড়ি।
আমি তো রোজ বাড়িটার ঐ পাঁচিল টাতে বসি
অশ্বত্থ আর বটের চারাও আমায় পেয়ে খুশি।
পাঁচিল খানায় বসে আমি, আকাশে মেঘ দেখি
কিংবা দেখি, দূরের মানুষ, গাছের ডালে পাখি।
এই বাড়িটা ভূতের বাড়ি, সবার মুখে শুনি
এইখানেতে খুন হয়েছে মস্ত বড় খুনি।
পথের ধারের বাড়িটাতে চামচিকেদের বাস
ঘরে ঘরে খোড়াখুড়ি, ইদুঁর করে চাষ।
এক সকালে কালো গাড়ি, থামলো বাড়ির গেটে
দেখি চেয়ে, দুটি মানুষ আসছে এদিক হেঁটে।
বাড়ির খোঁজে তারা বুঝি এই বাড়িতে এলো,
বাড়ির ভেতর মানুষ দুটি, ভয়েই মরে গেলো!
এখন আমরা তিন বন্ধু, পাঁচিলটাতে বসি
ভূত হয়ে আমরা সবাই, অনেক বেশি খুশি!
..........................................................................
লেখার সময়: ২০১৬/ অক্টোবর
ছবি: রামপুরায় অবস্থিত একটি তথাকথিত ভূতের বাড়ি। (গুগল ম্যাপ)
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৪