এবারের বসন্তে আসবেনা মনে প্রেম,
গ্রীষ্মের তাপে গলে গেছে সব আশা।
শ্রাবণের জলে ভিজে গেছে সুখ দুখ
শরতের মেঘ; হারিয়েছে ভালোবাসা।
আমার উঠোনে হেমন্ত দেয়নি ধান
শীতের রৌদ্রে পায়েস হবেনা রাঁধা,
সূর্য উঠেছে সব ঋতুতেই
হয়নি যে শুধু, আমার ঘরটি বাঁধা।
যারা কবিতা লেখে, তাদের স্বরচিত কয়েকটা কবিতা মুখস্থ রাখতে হয়...আমি এই কবিতাটা মুখস্থ করেছি।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৯