সেই সামু থেকে এই সামু (ব্লগ এবং ব্লগার) : নতুন ব্লগারদের জন্য একটি সিরিজ পর্যালোচনা - পর্ব ১
প্রথমেই বলে নিই এই লিখাটির শিরোনাম এমন দেবার বিষয়েঃ
দেখতেই পাচ্ছেন লেখাটির শিরোনাম দিয়েছি "সেই সামু থেকে এই সামু (ব্লগ এবং ব্লগার)"; অর্থ্যাৎ এখানে আমি সামুর প্রথম অবস্থা থেকে পর্যায়ক্রমে বর্তমান অবস্থায় আসার ধারাবাহিক বর্ণনা দেবার চেষ্টা করবো। সঙ্গে থাকবে সামুর অসংখ্য বিখ্যাত-কুখ্যাত আর বিতর্কিত ইস্যু আর ব্লগারগণের সম্পর্কে আমার নিজস্ব মূল্যায়ন।
তবে একটি বিষয় আমি আপনাদের আগেই জানিয়ে দিচ্ছি যে তা হলো, আমার এই লেখাটির কাল পরিক্রমা সঠিক নাও হতে পারে, মানে আগের কোনো বিষয় পরে আর পরের কোনো বিষয় আগে চলে আসতেই পারে। এর কারণ হইলো গিয়া, ম্যালা দিন আগের কথা আর তাছাড়া আমিতো আর সামুর "কর্তৃপক্ষ" জাতীয় কিছু না কাজেই আমার নিকট থেকে একদম পয়েন্ট টু পয়েন্ট কিছু আশা না-করাটাই বুদ্ধিমানের কাজ হবে। আমি শুধু সাধারণ পাতিহাস থুক্কু ইতিহাস লিখে যাবো, আপনারা নিজেদের মতো করে সাজিয়ে নেবেন আশা করি। তো চলুন এবার শুরু করা যাকঃ-
পর্ব ১ :
আজকের এই প্রথম পর্বে আমি আপনাদের শুধু সামু ব্লগ সম্পর্কে কিছু সাধারণ তথ্য জানাচ্ছি। তবে আশা করি এই সাধারণ তথ্যগুলোই আপনার কোন না কোন কাজে লাগলেও লাগতে পারে। আর যদি না-ও লাগে তবুও এমনি এমনিই জেনে রাখলেন আর-কি। অনেকটা ঠিক নিজের দেশের ইতিহাস জানার মতো করে। সামু আমাদের নিকট একটা দেশের মতোই; ভার্চুয়াল দেশ, নানা স্থান থেকে আমরা ব্লগিং করি এখানে আর রাত-দিন রাজা-উজির মেরে যাই, সেজন্যই এর ইতিহাস সম্পর্কে একটু জানানোর লক্ষ্যে আমার এই ছোট্ট প্রচেষ্টা।
বাংলা ব্লগের শুরুর কথাঃ
বাংলা ব্লগের যাত্রা শুরু এই "সামহয়্যারইনব্লগ"-এর মাধ্যমেই সেই ১৯৫৩ সাল থেকে, থুক্কু ২০০৫ সালের ১৫ ডিসেম্বর দুপুর ২টা ২৬ মিনিট থেকে। সামুর প্রথম পোষ্টটি করেন "দেবরা", তাইন্যে কইলাম ভাইজান না - আপু! মানে অইলো গিয়া লেডীজ ফাস্ট! খালি ফাস্ট না - ফাস্ট - সেকেন্ড - থার্ড! আর প্রথম পোষ্টের শিরোনাম ছিলোঃ ইমরান ব্লগ স্রষ্ট া! মানে হইলো গিয়া "ইমরান হাসান" ভাই এই ব্লগটি তৈরী করেছিলেন আর তাকে নিয়ে দেবরা আপু প্রথম পোষ্টটি করেছিলেন (ডাল ম্যা কুচ কালা হে)!
ও হ্যাঁ; একটা কথা বলতে ভুলে গেছিঃ প্রথম পোষ্টে প্রথম মন্তব্য এসেছে অর্ধ-বছরেরও বেশি সময় পর, করেছেন "সারিয়া তাসনিম", ১৮ ই জুলাই, ২০০৬ রাত ৮টা ০৭ মিনিটে। এর কারণ হলো তখন এমন করে সব পোষ্ট একত্রে দেখার পদ্ধতি ছিলো না, মানে হইলো গিয়া সিস্টেমটা ছিলো ফেসবুক-এর মতো, পাতা আর লেখা খুইজ্জা-পাইত্তা নিতে হইতো!
আর প্রথম পোষ্টে কিন্তু পোস্টদাতার, থুক্কু পোষ্টদাত্রীর কোনো কুমেন্ট নাই! তবে "ব্লগের জনক"-এর মন্তব্য আছে; ৫২৮ নম্বর মন্তব্যটি তার!
আর, ব্লগে প্রথম মন্তব্যটি করেছেনঃ "বিজয়", সামুর চতুর্থ পোষ্টঃ "আমার অভিবাদন"-এ। অবশ্য এই মন্তব্যটি করতে তাকে টাইম মেশিনে চড়তে হয়েছিলো, কারণ পোষ্টটি করা হয়েছিলো "১৬ ই ডিসেম্বর, ২০০৫ রাত ১টা ৩১ মিনিট"-এ আর প্রথম মন্তব্য করা হয় "১৫ ই ডিসেম্বর, ২০০৫ দুপুর ১২টা ৪৬ মিনিট"-এ, মানে প্রথম পোষ্টেরও আগে। এর থিকাই আমরা পরিচয় পাই "সামুর বিখ্যাত বাগ"-এর!
বাংলা ব্লগ তৈরীর এই আ-কামডা যারা করছেঃ
এই ব্লগে আমরা দিনের বেশ একটা বড় অংশ ব্যয় করছি হুদা-হুদিই গুতা-গুতি কইরা, আর এই আ-কামডা করার রাস্তা যারা বানাইছে তাগোরে চিননের দরকার নাই? দ্যাহেন হেগোর ছবিঃ
ছবিতে বা-দিক থেকেঃ শাহানা আপু, দেবরা আপু, ইমরান ভাই, দিদার ভাই, হাসিন ভাই আর হাসান ভাই। এই ছবিটা তুলছিলো "সব নষ্টের গোড়া" আরিল্ড ভাই! আর ছবিতে বাদ পইড়া গেছেগাঃ জানা আপু, এসপেন ভাই, মিশো ভাই, অসিম ভাই, তাসফিন ভাই, সাদ ভাই এবং রাশেদ ভাই। পরে এই দলে ভিড়ছে লাভলু ভাই, কৌশিক ভাই, শরৎ ভাই সহ আরো কয়েকজন। এরা সব মডু! অক্করে আসল মডু!
অহন এই ভুডুওডা দ্যাহেন। এইডাতে জানা আপু এই ব্লগের শুরুর কথা এবং আরো অনেক কিছু বিষয় সম্পর্কে ম্যালা ম্যালা জ্ঞানের কথা কইছে।
দ্যাহেন।
আপনেরা এইডা দেকতে থাহেন; আমি গেলাম।
.
[
হে মহান মডুগণ!
দয়া করিয়া আমার এই পোষ্ট ডিলিট মারিয়া আমাকে বাণ মারিও না।
বরং একটা নুটিশ পাডাইয়া দিও, যেন আমি সঠিক পথের নিশানা পাই।
]
.
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন