"শর্বরী-শর্মী",
আপনার সাথে আমার তেমন করে পরিচয় কখনোই হয়নি; বা আপনি আমাকে চিনতে নাও পারেন। কিন্তু একজন নবীন-অন্তঃপ্রাণা ব্লগার হিসেবে নবাগত ব্লগারদের জন্য আপনি যা করছিলেন তা এই ব্লগে ইতিপূর্বে আর কেউই কখনো করেছে বলে আমার জানা নেই; অন্ততঃ আমি আমার সাড়ে চার বছরের ব্লগিং জীবনে এমনটি দেখিনি। নবীন ব্লগারদের লেখাকে প্রথম পাতায় পৌছে দেয়ার আপনার একক প্রচেষ্টাকে আমি আমার এই ব্লগিং জীবনে সবচেয়ে "সেফ ব্লগারদের পক্ষ থেকে সবচেয়ে সহানুভূতিশীল ও অনুপ্রাণা প্রদায়ক" হিসেবে চিহ্নিত করবো। এবং আমি মনে করি, সামু কর্তৃপক্ষ কখনো যদি প্রকৃত উদারমনষ্ক ব্লগারদের অনুপ্রাণিত করার জন্য কোনো ব্লগারকে সম্মাণিত করার কথা চিন্তা করে তবে সেটি আপনার প্রতিই অর্পন করা উচিৎ।
ব্লগে আমরা বিভিন্ন ধরনের লেখা পোষ্ট করি, আবার অনেকে এখানে নিজেদের একান্ত ব্যক্তিগত কোনো কোনো সমস্যাও উপস্থাপন করি। এতে একেকজন ব্লগার বিষয়টিকে একেকভাবে মূল্যায়ন করে থাকেন; যার ফলে অনেক সময় কোমলমনা ব্লগাররা আহতবোধ করেন, এটাই স্বাভাবিক। আপনার ক্ষেত্রেও হয়তো তেমনই ঘটেছে। আমার জানা মতে, একাধিক পোষ্টে আপনার মন্তব্যের প্রতিউত্তরে এমন কিছু মন্তব্য করা হয়েছে যার প্রেক্ষিতে আপনি একটি পোষ্ট দিতে বাধ্য হয়েছেন এবং সেখানে আপনার স্বপক্ষে এবং বিপক্ষে প্রচুর মন্তব্য পড়েছে। আর, তার প্রেক্ষিতে আপনি ব্লগে আর পোষ্ট না দেবার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে হচ্ছে। কারণ, অনেকদিন হলো আপনি কোনো লেখা পোষ্ট করেন না। আমি জনি সেটা অনেকেই করেনা। কিন্তু আপনি এমন একটি কাজ শুরু করেছিলেন যেটি এই সামু ব্লগের বিগত ৬ বছরের ইতিহাসে আর কেউ কখনোই করেনি; তাই আপনার এই না ব্লগিং করাটা অনেক কিছুই, অবশ্যই বিশেষ কিছু। অন্ততঃ নবীন ব্লগারদের জন্যতো অবশ্যই বিশেষ ক্ষতির কিছু।
ব্লগার "প্রভাষক" হয়তো ধর্মীয় দৃষ্টিকোণ অপরাধী কিন্তু আপনার ব্যক্তিগত পছন্দের দিক থেকে তিনিই কিন্তু সব। কাজেই, কারো কথায় কি কিছু আসে যায়? আপনা কি তাকে কখনো ত্যাগ করার কথা ভেবেছেন এতো বছর পরও (প্রভাষকের ভাষ্য মতে, আপনাদের সম্পর্কের ১৫/১৬ বছর পার হয়ে গিয়েছে)? তাহলে অন্যদের কথায় এতোটা উত্তেজিত হওয়ার কি আছে? আপনি এধরনের লোকদের ইগনোর করুন। ব্যক্তিগত জীবন আপনি কাকে নিয়ে পার করবেন সেটাতো সম্পূর্ণ আপনার বিষয়, এতে অন্যের মতামত কেন প্রাধান্য পাবে? তারা কি আপনার হয়ে রোজ হাশরের ময়দানে দাড়াবে বা লড়বে?
আশা করি সকল অভিমান ভুলে আপনি আবার নতুন ব্লগারদের জন্য কিছু করবেন; যাতে আমরা তাদের লেখার সাথে পরিচিত হতে পারি আর তারা অনুপ্রাণিত হয় এখানে লেখার জন্য।
আপনাদের দু'জনের জন্য রইলো শুভ কামনা। নিরন্তর ভালো থাকুন, সুখে থাকুন।
- নবীন ব্লগারদের পক্ষ থেকে জনৈক একজন।
বি.দ্র.
যারা জানেন না তাদের জন্য কিছু লিংকঃ
১. ব্লগার "শর্বরী-শর্মী"-কে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্যের মাধ্যমে বিরক্ত করা শুরু সম্ভবতঃ এখান থেকে।
২. এই পোষ্টেও কিছু মন্তব্য দেখেছি, সম্ভবতঃ আরো অনেক স্থানেই ছিলো। কারণ, যারা মন্তব্য করছিলেন তারা এতো সহজে ক্ষান্ত হওয়ার নয় মনে হয়।
৩. ত্যক্ত-বিরক্ত হয়ে দেয়া "শর্বরী-শর্মী"-র পোষ্টঃ ইসলামের হুকুমত অনুসারে, আমি জেনা করছি! তো, এখন কি করা উচিৎ আমার? বা, আপনার কি করা উচিৎ?
এবং তিনি এরপর থেকে আর কোনো লেখা পোষ্ট করেন নি। নবীনদের নিয়ে তার দেয়া পোষ্টগুলোকে আমি বলবো সামুর সেরা দরদী পোষ্ট। একজন সেফ ব্লগার নিঃস্বার্থভাবে এর আগে এভাবে আর কখনোই ওয়াচে থাকা অন্যান্য ব্লগারদের জন্য কোনো লেখা পোষ্ট করেনি; দু'য়েকটি লেখা দেখা যায় মাঝে মধ্যে যেখানে পরিচিত কারো জন্য লেখা দেয় ব্লগাররা, কিন্তু আপাময় নবীনদের জন্য কখনোই এমন কোনো লেখা দেখা যায়নি এর আগে। এমন একজন ব্লগারের জন্য কি আমাদের কিছু করার নেই? বা যারা তাকে বিভিন্নভাবে উত্যক্ত করছিলেন তাদের বিষয়ে কি কিছুই করার নেই কর্তৃপক্ষের?
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১১