টেস্টিং : প্রথম পাতায় আসে কি না
পোস্ট দিলে প্রথম পাতায় আসে কি না দেখতেছি।


এক সপ্তাহর পার।
আরিল ছাহেব আইসা সব ঠান্ডা কইরা দিব শুনছিলাম।
আরেকজনও কইছিল সব ঝামেলা বাজদের কি করার জানি ব্যবস্থা হইতেছে। রিহার্সাল হিসাবে আমরে বেন্ড কর্ছে তার
বলোগে।
সেজন্য পোস্ট দিয়া দেখতাছি বাইচা আছি না মইরা গেছি । বাকিটুকু পড়ুন
সৌদি যুবরাজ এহন আর রূপালী বেংক নিতে চাইতাছেনা। কয়েকগুন দাম দিয়া সাবাইরে লোব টোব দেখাইয়্যা পিছনে গুইরা গেছে।
মাগার কইবার পারবেন ক্যান? বাকিটুকু পড়ুন
আপনি আসিয়াছেন দেখিয়া যার পর নাই আহ্লাদিত হইলাম। আপনার পোস্টে গিয়া ৫ সহ মন্তব্য দিয়া আসিতে চাহিয়াছিলাম। কিন্তু আপনি আমাকে ব্যান করিয়া রাখাতে উহা সম্ভব হইল না।
যাহা হউক কি আর করা যায়। আমি ছাগল বিষয়ক একটা গবেষণা কর্ম শুরু করিয়াছি। উহাতে কাহাকেও কটাক্ষ করিয়া কোন কথা বা গালিগালজ থাকিবে... বাকিটুকু পড়ুন
কোন গালি না, ভাল মানুষের মত ত্রিভুজের পোস্টে নীচের প্রশ্ন টা করছি। সাথে সাথে আমার মন্তব্য মুছে আমারে বেন্ড কর্ছে।
/* আমার কমেন্ট
ত্রিভুজ,
আপনে একবার কইছিলেন " ড: জাফর ইকবাল
বাচ্চাদের জন্য লিখতে গিয়ে মজার মজার কথার ফাঁকে ঢুকিয়ে রাখেন ধর্মের প্রতি তার চরম বিদ্্বেষের ছাপ। বাচ্চাদের কচি মনে ধর্মের... বাকিটুকু পড়ুন
সত্য কথা সব সময় অত মিস্টি লাগে না। যুঞ্চিক্তর পোস্ট মুছার প্রতিবাদ কারায় আপনার পোস্টে আমার কমেন্ট মুছলেন আবার ব্যানও করলেন! পুরা ত্রিবুজ স্টাইল। চমতকার।
খুব ভাল এখন কিছু রাজাকার আর শাওন, নজিরুদ্দি টাইপের আবাল গুলি এখন পাছার কাপড় তুলে নাচব। গো.আর ছবি সহ রাজাকার বণ্দনার পোস্টই চলুক তাইলে।
আমি আর এই... বাকিটুকু পড়ুন
ভেলরি টেইলরের প্রতি অবিচারের বিরূদ্ধে আরিফ জেবতিক, মাহবুব সুমন সহ এই ব্লগ এবং ব্লগের বাইরে অনেকেই এগিয়ে এসেছেন। আমি আমার যত চেনা জানা আছে সবাইকে মেইল করছি এবং মাহবুব সুমনের পিটিশনে সই করার আকুতি জানাচ্ছি।
ভালই সারা পাওয়া যাচ্ছে।
আমার মেইল পাওয়ার পর দুই বন্ধুর প্রতিক্রিয়া ছিল এইরকম -
------------------------------ ... বাকিটুকু পড়ুন