ভেজা সমীরণ তব বহে
আজি বৃষ্টি জলের প্রেম তিথি প্রানে
আজি ঘুমহারা বিরহী হৃদয়
রঙ নেই এই দুষর সময় যেন ছুটে অচেনা কাহনে।
রাঁধার সিঁদুর ফিকে কৃষ্ণ ললাটে
নিয়ত তমসা ঢাকে মন,
হায় তুঁষের অনল গহীন পরাণে
হায় মৃত্তিকা ময় কায়া শেষ প্রয়াণে।
সুর লয় হীন যেন মিছে কবিয়াল
ফিরিঙ্গী ভাবনার অবোধ্য দেয়াল,
ওপারেতে সোনা রোদ ঊষা লগনে
প্রণয়ে মজিছে প্রান আলেয়া মগনে।
কুলের দিশা নাহি অমোঘ দেবালয় পানে ছুট
নাহি উপাস্য তথা অপাত্রে সদা সমাপন,
নির্লিপ্ত গগন দিশারী করম চর্চা
কীসে কোথা মিলে সরলা আপন।
উৎসর্গঃ

আলোচিত ব্লগ
কওমি সমস্যার সমাধান কি?
দেশে বিশ হাজার মাধ্যমিক বিদ্যালয়ের বিপরীতে কওমি মাদ্রাসার সংখ্যা কত জানেন? অসংখ্য। এর নির্দিষ্ট কোনো সংখ্যা কেউ দিতে পারেনাই, নামে বেনামে নিবন্ধিত অনিবন্ধিত মাদ্রাসার সংখ্যা ২০ হাজারেরও বেশি, মার্কিন... ...বাকিটুকু পড়ুন
মনের মত মানুষ
এই মুহূর্তে ড. মুহাম্মদ ইউনূসের মনের কথাটি এই সমন্বয়ক বলে দিয়েছেন। ইউনুস স্যার নোবেল ম্যান। তিনি নিজের মুখে তো আর এমন কথা বলতে পারেন না তাই... ...বাকিটুকু পড়ুন
শূন্যতার বিরম্বনা
"শূন্যতার বিরম্বনা "
তুমি আমার ভিতরে থাকা গভীর কষ্ট,
অনেক টা আলমারীতে তুলে রাখা পরতে না পারা
কাপড়ের মতো।
তুমি আমার বুকের ভিতর লুকিয়ে থাকা গভীর
এক ভালোবাসা,
যেখানে নেই কোনো প্রাকৃতিক... ...বাকিটুকু পড়ুন
রাষ্ট্রীয় মনোবিকৃতি ও জাতিসত্তার লোপ: নিৎসে, ফুকো, ফ্রয়েড ও মার্ক্সের দর্শনে বাংলাদেশের অন্তর্গত বিপর্যয় !
আমরা কোথায় যাচ্ছি ? না, এই প্রশ্নটিই ভুল। আমরা আদৌ কোথাও যাচ্ছি কিনা, সেই নিশ্চয়তাই আজ খুজে পাওয়া যাচ্ছে না। আমরা যে সমাজে বাস করি, সেটিকে আর সমাজবিজ্ঞান দিয়ে... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।।খালেদা জিয়া এখন ঢাকায়
দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে আজ মঙ্গলবার দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর সঙ্গে দেশে আছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা... ...বাকিটুকু পড়ুন