মুখবন্ধ বা মুখখোলায় যেটুকু জানলাম_ অবলীলায় যে কেউ যেন তার ভাল_ মন্দ লাগা শেয়ার করতে পারেন, এজন্য 'ছদ্মবেশ' নিয়েছিলেন তিনি! জানলাম কিছু দিন আগে কেন নিজেকে গুটিয়ে নিয়েছিলেন ব্লগ থেকে। সাথে একটা শংকাও তৈরি হলো আমার মনে! শুভ ভাই কি এখন আমাদের এই ব্লগ ছেড়ে চলে যাবেন? উনার লেখায় এমন একটা ইংগিত থাকলেও আমি সেটা বিশ্বাস করিনা। আমাদের 'মমতায় বাড়িয়ে দেয়া হাত', আর ভালবাসাকে অবজ্ঞা করবেন কিভাবে?
এবারের একুশের বই জাগৃতি থেকে বাজারে আসা শুভর'র ব্লগিং বইটি নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই। এখানে ছাপা হওয়া বেশিরভাগ লেখাই
ব্ল্লগে পড়েছি! তবে অনলাইনের চেয়ে ছাপার অক্ষরের আবেদনই তো অন্যরকম। আলী মাহমেদের শুভ'র প্রতিটি লেখাই মনে হচ্ছে নতুন! নতুন করে আবারো জানছি আমাদের আশপাশে ঘটে যাওয়া ঘটনার অন্যরকম বিশ্লেষন। ব্লগে তুমুল আলোচিত, বিতর্কিত হয়ে উঠা 'আমার আনন্দ বেদনার অপকিচ্ছা'র 4 টি পর্বও স্থান পেয়েছে বইটিতে। বইটি তিনি উৎসর্গ করেছেন 2004-5 অর্থবছরের শীর্ষ করদাতা অসিত পালকে।
ভাল লেগেছে; ভাল হয়েছে এসব কথা বলতে ভাল লাগেনা! শুভ'র লেখার মুগ্ধ পাঠক আমি তো অনেক দিন ধরেই! ভাল লাগছে, এই ভেবে যে বাংলা ভাষার ইতিহাসে ব্লগিং নিয়ে লেখা প্রথম বইটি এখন আমার সংগ্রহেও আছে! এজন্য বইটির প্রকাশক ফয়সল আরেফিন দীপন ভাইকে ধন্যবাদ!
আর শুভ ভাইকে উনার কথাটাই ফিরিয়ে দিচ্ছি_ ভাল থাকবেন, পানির মতো টলটলে!
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৪:৩৩