চারিদিকে নব জাগরণ জেগে উঠেছে । তরুণরা আবার জেগে উঠেছে । রাজাকার নামক পশুদের ফাঁসির দাবিতে আজ তারুনের জাগরণ উঠেছে ।আমরা সবাই চাই এই পশুদের ফাঁসি ।এছাড়া আর কোন নাই দাবি । চাই এই বাংলার মাটিকে গুদ্ধ করতে , বাংলার গায়ে লেপটে থাকা কলঙ্ককে মুছে ফেলতে ।
কিন্তু দুঃখ পাচ্ছি এইটা ভেবে পারছিনা ওই জাগরনের জোয়ারে সামিল হতে , ভাই - বোন দের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে , আমিও আছি তোমাদের সাথে ওই পশুগুলোর নির্মূল করতে ।
সবার কথা গুলো বল্গ এ কিংবা টিভি, ফেসবুক এ দেখে আমার ভীষণ ইচ্ছে করছে এই গণ জোয়ারে সাথে মিশে যেতে । কিন্তু পারছিনা শুধু দূরত্ব এর কারনে ।
তবে ভেবনা আমাকে ভিন্ন আমিও তোমাদের ওই পথের পথিক ,পারছিনা হয়ত এখন তোমাদের সাথে থাকতে কিন্তু মন থেকে রয়েছে পূর্ণ সমর্থন তোমাদের জন্য , একদিন ঠিকই তোমাদের কাতারে এসে দাঁড়াবো মনে আছে এ বাসনা ।
তরুণেরা এগিয়ে যাও কে আছে তোমাদের এ জাগরনে বাঁধা দেবার ।তবে দাবি কিন্তু একটাই চাই চাই ফাঁসি চাই , রাজাকারের ফাঁসি চাই , বাংলার মাটিকে কলঙ্ক মুক্ত দেখতে চাই।।