না না না !!!!!!!!!!!!!!! এইরকম চুরি চামারির খেলা মানি না !!!!!!!!!! চেলসি চুরি করসে । রেফারিরে ঘুষ খাওয়াইসে !!!!!!!!!!!!!!!!!!চেলসি চুর !!!!!!!!!!
ম্যান ইউ ১- ২ চেলসি
ও মোর খোদা !!!!!!!!!!!!!!!!!! এ আমি কি দেখিলাম !!!!!!!!!!!!!! না এ হতে পারে না !!!!!!!!!!!!!!!!!!!!
পুতুপুতু বিড়াল ( চেলসি ) বাঘের খাঁচায় গিয়ে বাঘরে( ম্যান ইউ ) এমনে গদাম দিয়া আইল । নাহ এইটা কিছুতেই মাইনা নেওয়া যায় না ।
তাই হাপুশ নয়নে বইসা বইসা কান্তাসি । টিছ্যু প্লিজ ।
কারেন্টের কল্যানে খেলার প্রথম ৮৩ মিনিট দেখবার পারি নাই ।
ঘটনা হৈলো ২০ মিনিটে জো কোল গোল দেয় । ম্যান ইউ ভালো খেলে নাই । দ্রগবা মামার ৭৯ মিনিটের গোলটা নাকি অফসাইড ছিল । এরপর মাচেইদা (গার্লফেন্ডের চুম্মা খায়া সেই যে গায়েব হৈলো ,আইজকা এই মৌসুমে দ্বিতীয় ম্যাচ খেলতে নামলো ) ৮১ মিনিটে যে গোলখান করলো ঐটা নাকি হেন্ডবল ছিল ।
মূল কাহিনী কিন্তু এইটা না । মূল কাহিনী হৈলো এই বুধবারে বায়ার্ন আসতেসে খেলতে ।
প্রশ্ন হলো ম্যান ইউ কি পারবে বায়ার্নকে হারাতে ????
রুনির ইনজুরিতে পরার পরতো ম্যান ইউয়ের খেলোয়াড়রা বহুত চিল্লাইলো যে তারা ওয়ান ম্যান টিম না । ফাকা বুলিতে যে কাজ হয় নাই এইটা তো এখনি বুঝা যাইতেসে ।
রুনির যায়গা কি বার্বেতভ আর মাচেইদা দিয়া পূরন করা সম্ভব???
কখনোই না ।
তাই এই সপ্তাহেই ম্যান ইউয়ের পাবলিকদের আরেকবার কান্নার জন্য রেডি থাকতে হবে ।
আমিও রেডি হৈতাসি । আপনি রেডি তো????
রেডি হৈলে কন...........প্রতি মৌসুমের মত এইবারও ম্যান ইউ ট্রেবল জিততাসে । দেখি কে আমাদের ঠেকাইতে পারে ।
অ. ট . ঘটনা কিরে মমিন .....ম্যান ইউ পাবলিকদের ফোনে কি আজকে কুনো সমস্যা দেখা দিসে ?? না মানে যারেই ফোন দিতাসি সেই ফোন কাইটা দিতাসে কেন ??????
বড়ই আজিব ।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ৮:৫২