ও খোদা !!!!!!!!!!!!!!!! এ তোমার কেমন বিচার!!!!!! থার্ড ডিভিশন একটা টিমের কাছে দুনিয়ার সেরা লীগের সেরা টিমের পরাজয়।চক্ষের পানি কেমনে আটকায়া রাখি রে ।
ইংলিশ ফুটবলের সবচেয়ে প্রাচীনতম প্রতিযোগীতা এফ এ কাপ এর থার্ড রাউন্ডে ম্যানচেষ্টার ইউনাইটেড থার্ড ডিভিশনের টিম লীডস ইউনাইটেডের কাছে ০-১ গোলে পরাজিত হওয়ার পর চক্ষের পানি কেমনে আটকায়া রাখা যায় কনতো ??? নিজেদের মাঠে ম্যানচেষ্টার ইউনাইটেড এইভাবে পরাজয় কিছুতেই মাইনা নেয়া যায় না । রেফারি নিশ্চিত লীডস ইউনাইটেডের কাছ থেইকা ঘুষ খাইসে এই খেলা মানি না , মানবো না । ইউনাইটেডের ৪টা নিশ্চিত পেনাল্টি রেফারি দেয় নাই । ওরে এই কষ্ট কৈ রাখিরে
লজ্জা ! লজ্জা ! লজ্জা ! লজ্জায় মুখ লুকানোর জায়গা পাইতেসিনা । ওরে কেও আমারে বাচান । ইউনাইটেড এর আগে কখনো এফ এ কাপের থার্ড রাউন্ড থেকে বাদ পরে নাই । স্যার ফার্গুসনের জন্য এটা একটা নতুন এক্সপেরিয়েন্স। আফসুস ।
ইউনাইটেডের একনিষ্ঠ ভক্ত হিসেবে আমার কিছু কথা :
এফ এ কাপ থেইকা বাদ পড়ছি তো কি হৈসে । সামনে আরো তিনটা শিরোপা আছে । কোনো সন্দেহ নাই একবার আমরা ট্রেবল জিততেসি । দেখি কে ঠেকায় ।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৩৪