এর আগে এলামেলো ভাবে কিছু ফোবিয়ার লিস্ট দিয়েছিলাম। এবার শ্রেণীবিভক্ত করে কিছু দিলাম।
প্রাণীভীতি
স্ফেকসোফোবিয়া (Spheksophobia)- ভীমরুলের ভয়
গ্যালিওফোবিয়া (galeophobia)- হাঙ্গরের ভয়
হারপেটোফোবিয়া (Herpetophobia)- সরীসৃপ-ভীতি
টোরোফোবিয়া (Taurophobia)- ষাঁড়কে ভয়
ইকথিওফোবিয়া (Ichthyophobia)- মাছকে ভয়
ক্যাটসারিওফোবিয়া (Katsaridaphobia)- তেলাপোকার ভয়
এপিফোবিয়া (Apiphobia)- মৌমাছির ভয়
অপরাধ-সংক্রান্ত ভীতি
হারপ্যাক্সোফোবিয়া (Harpaxophobia)- ছিনতাই হবার ভয়
স্ক্লেরেফোবিয়া (Scelerophobia)- সিঁধেল চোরের ভয়
রোগ-ব্যাধির ভীতি
মেনিনজাইটোফোবিয়া (Meningitophobia)- মস্তিষ্করোগ ভীতি)
লেপ্রোফোবিয়া (Leprophobia)- কুষ্ঠরোগের ভয়
হাইড্রোফোবোফোবিয়া (Hydrophobophobia)- জলাতঙ্কের ভয়
ফেব্রিফোবিয়া (Febriphobia)- জ্বরের ভয়
খাদ্যভীতি
ল্যাকানোফোবিয়া (Lachanophobia)- সবজি-ভীতি
মাইকোফোবিয়া (Mycophobia)- মাশরুম-ভীতি
প্যাগোফোবিয়া (Phagophobia)- খাদ্য গিলে যাবার বা নিজেকে গিলে ফিলবে এ ভয়
প্রকৃতি-ভীতি
লিমনোফোবিয়া (Limnophobia)- হৃদ দেখে ভয়
হেলিওফোবিয়া (Heliophobia)- সূর্য্য-ভীতি
হাইলোফোবিয়া (Hylophobia)- জঙ্গলভীতি
কসমিকোফোবিয়া (Kosmikophobia)- মহাজাগতিক কোন ঘটনার ভয়
বর্ণভীতি
লিউকোফোবিয়া (Leukophobia)- সাদা রঙের ভয়
এরিথ্রোফোবিয়া (Erythrophobia)- লালকে ভয়
জ্যান্থোফোবিয়া (Xanthophobia)- হলুদ ভীতি