somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘের রাজ্যে একদিন (শেষ পর্ব)

২৭ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেঘের রাজ্যে একদিন (১ম পর্ব)

আমাদের যাত্রা শুরু হয়েছিল সকাল ৯’৩০টায়, শেষ হল দুপুর ২’৩০ এ। পথে কিছুক্ষন (৩০মিনিট – ৪৫ মিনিট)যাত্রা বিরতি ছিল। গন্তব্যে পৌঁছেই, সবার পেয়ে গেল প্রচন্ড রকম ক্ষিদে। কোনরকমে লাগেজ রেখে, হাত মুখ ধুয়ে সবাই দে ছুট ডাইনিং হলের দিকে। খাওয়া-দাওয়ার পর শুরু হলো বেড়ানো। আশেপাশে কোন্ দিকে কি আছে, তার অনুসন্ধান। বাচ্চাপার্টিরা কেউ এক দৌড়ে পাহাড়ের ঢাল বেয়ে নেমে যাচ্ছে, আবার কেউ দৌড়ে উপরে উঠছে, কেউ ছোটখাটো একটা পার্ক আবিষ্কার করে ফেলে নিজেকে ক্রিস্টোফার কলম্বাসের উত্তরসুরি ভাবছে, আর কেউ আস্ত একটা হেলিপ্যাড আবিষ্কার করে বুঝতেই পারছেনা পাহাড়ের এত উঁচুতে কেন এত বড় একটা মাঠ খেলার জন্য বানানো হলো।
দৌড়াদৌড়ির মাঝে মাঝে আবার চলছে ফটোসেশান। আহা!!! কত রঙের, কত ঢং এর কত বাহারি ছবি!!! কেউ দাঁড়িয়ে, কেউ বোসে, কেউ শুয়ে, কেউ কোলে আর কেউ কেউ গাছে ঝুলে!!!! সর্বশেষক্তদের দেখলেই আমাদের পূর্বপুরুষীয় তত্ত্বের সত্যতা সম্পর্কে কোন সন্দেহের অবকাশ থাকেনা। শুধুমাত্র পশ্চাদ্দেশীয় একটা অমিল ছাড়া!!!!!!! আর দেখতে হবেতো আমরা কোথায় আছি!!! আফটার অল্, জায়গার (বান্দরবন) নামেরও একটা এফেক্ট আছে না !!!!!!
অবশ্য নীল্গিরির প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে উৎসাহিত করবে ছবি তুলতে। পাহাড়ের চুড়ায় দাড়িয়ে দিগন্তে দৃষ্টি প্রসারিত করলেই দেখতে পাবেন আপনি দাড়িয়ে আছেন মেঘের স্তরেরও উপরে। চারদিকে ঘন সবুজের মেলা, পাখির কলকাকলি, নির্মল বিশুদ্ধ বাতাস, দিগন্তে আকাশ এবং পাহাড়ের মিলনরেখা। আর দেখবেন মেঘের ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে পাহাড়ের চুঁড়ো। গিয়ে দাড়ান অবসার্ভেশন প্লাটফরমগুলোতে, তাকান নিচের দিকে, দেখবেন মেঘের কারনে নিচের কিছুই দেখতে পাচ্ছেননা, মনে হবে আপনি ভাসছেন মেঘের ভেলায়। মাঝে মাঝে মেঘ সরে গেলে দেখতে পাবেন অনেক নিচে একেবেঁকে বয়ে যাচ্ছে শঙ্খ নদী।

বেড়াতে আর ফটো তুলতে গিয়ে বিকেলের চা-পর্ব শুরু হল সন্ধ্যায়। চা আর সাথে কিছু "টা" খেয়ে বাচ্চারা সব বসে গেল লুডু আর কার্ড খেলতে। বড়রা সব বসলো আড্ডা দিতে। গল্প, আড্ডা, খেলা এইসবের মধ্যে কখন রাতের খাবার সময় হয়ে গিয়েছে, আমরা কেউ বলতে পারিনা। ৯’৩০-১০’০০ ভেতর রাতের খাবার খেয়ে সবাই দল বেঁধে ফিরে এলাম কটেজে। এবার শুরু হল দ্বিতীয় দফা যুদ্ধ, কে কোথায় শুবে সেটা নিয়ে। যদিও এবার যুদ্ধে বিজয়ি বড়দের দল। রাত ১১’৩০টার ভেতর সবাইকে শুয়ে পরতে হবে, কারন জেনারেটর চলবে রাত ১২’০০ পর্যন্ত। সাধারনঃত বিদুৎ থাকে রাত ১০’০০ পর্যন্ত, কিন্তু আমাদের অনুরোধে সময়সীমা বাড়ানো হয়েছিল আরো দুই ঘন্টা। কি পাঠক!!! ঘাবড়ে যাচ্ছেন বিদ্যুৎ থাকেনা শুনে!!! ঘাবড়াবেননা, বিদুৎ না থাকলেও সোলার পাওয়ার আছে। তবে পরিমিত ভাবে ব্যবহার করতে হয়।
পরদিন ঘুম ভাঙ্গল ভোর ৪,০০ টাতে। ঘুম ভাঙ্গলো ঠিক না, ভাঙ্গনো হলো বলা যায়। ঘুম ভাঙ্গতেই মনে হল কে রে বেরসিক, এত মজার ঘুমটা ভেস্তে দিলো!!!! চোখটা খুলে যেই রাগের ঠেলায় গালাগাল দিতে যাবো, দেখি স্বয়ং আমার বোনই আমাকে ধাক্কাটা লাগাচ্ছে। কি আর করা, সমস্ত রাগ গিলে ফেলে উঠে পরতে হলো !!! বড়বোন বলে কথা!!!! তবে সেই মুহূর্তে রাগ লাগ্লেও, ঘুম থেকে উঠে যেই দরজাটা খুলে বাইরে এলাম, মনে হলো আমাকে ঘুম থেকে না জাগালে সারাজীবনভর আমি ওদের মুন্ডপাত করতাম আমাকে না জাগানোর জন্য।
সে কি অপরূপ দৃশ্য!!!!! আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অসহ্য রকম সুন্দর। চারদিকে ঘন সাদা কুয়াশা (পাশেরজন্কে দেখা যায় না এমন), এর মাঝে শুধু গাছের মাথা আর পাহাড়ের মাথাগুলো উঁকি দিচ্ছে ঘন সাদামেঘের মাঝথেকে। মনে হবে, আপনি মেঘের দেশে হেটে বেড়াচ্ছেন, কিংবা চড়ছেন মেঘের ভেলায়। কিছুক্ষন পর হঠাৎ দেখতে পাবেন পূব দিকের আকাশকে ক্যানভাস করে কেউ যেন রংতুলি নিয়ে রঙের খেলায় মেতেছে। প্রথমে হাল্কা লাল দিয়ে শুরু, একটু পর লাল রংটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে, লাল রঙের কত রকমের শেইড হতে পারে সেই সূর্যদোয় না দেখলে আপনি জানতেই পারবেননা। কিংবা জানতেই পারবেননা লাল সূর্যটা কিভাবে চোখের সামনে নিমেষেই কমলা হয়ে যায়।
প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আর ছবি তুলতে তুলতেই সকালের নাস্তা খাবার সময় হয়ে গেল। হাত-মুখ ধুয়ে ডাইনিং রুমে গিয়ে দেখি অন্যরকম এক নাস্তার আয়োজন করা হয়েছে আমাদের জন্য। বিন্নি চালের খিচুরি আর ডিমের ঝাল কারী।(বিন্নি চালের খিচুরি হয় এটাই আমার জানা ছিলনা)।দেখতে খুব একটা ভাল না হলেও খেতে ভালই।
খাওয়া শেষে শুরু হল বিদায় পর্বের তোড়জোড়। দুপুর ১২টার ভেতর ছেড়ে দিতে হবে কটেজ। সব গোছ-গাছ শেষ করে আবার শুরু হল বিদায়ি ফটোসেশন। এবার হলো পরিবার ভিত্তিক ফটোসেশন। যার যার ছানাদের নিয়ে শুরু হলো বিভিন্ন ভঙ্গিতে ছবি তোলা। সবশেষে সবাই একসাথে বসে-দাঁড়িয়ে গ্রুপ ছবি তুলে শেষ হল ফটোসেশন পর্ব।
এবার বিদায় পর্ব। আবার একদফা যুদ্ধ শেষে (গাড়িতে ওঠা নিয়ে)গাড়িতে উঠে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো আমাদের। ফিরতি পথে উপজাতিদের কাছ থেকে কেনা হলো ফরমালিনমুক্ত গাছ পাকা কলার কাদি আর পেঁপে। একটু দামাদামি করতে পারলেই পাবেন অ-বিশ্বাস্য কম দামে, তবে চট্টগ্রামের ভাষা জানা আছে এমন কাউকে লাগবে সাথে। মিলনছড়ির আর একটু আগেই পাওয়া গেলো উপজাতিদের হস্তশিল্পের দোকান। সেখান থেকে কেনা হলো তাঁতে বোনা বিছানার চাদর, যা কিনা ব্যব্হার করা যায় পাতলা কম্বল হিসেবেও। মিলনছড়ি রিসর্টে দুপুরের খাবার শেষে কাফকো গিয়ে শেষ হল আমাদের নীলগীরি যাত্রার।

যারা নীলগিরি যেতে চান তাদের জন্য দরকারি কিছু তথ্য।

১। নীলগিরি যেতে হলে প্রথমেই আপনাকে গাড়ীর কথা চিন্তা করতে হবে।নিজেদের গাড়ী করেও যেতে পারেন অথবা নিতে পারেন ভাড়া গাড়ী। গাড়ীটি হতে হবে পেট্রল চালিত। বান্দরবন পর্যন্ত গ্যাসচালিত গাড়ী যায়, কিন্তু চড়াই শুরু হলে পেট্রলচালিত গাড়ি লাগে। ভাড়া গাড়ি নিলে আপনি চট্টগ্রাম থেকেও ভাড়া নিতে পারেন আবার বান্দরবন শহর থেকেও নেয়া যায়। চট্টগ্রাম থেকে মাইক্রো ভাড়া নিলে পেট্রলসহ ভাড়া নেবে ১৪-২০ হাজার টাকার মত। বান্দরবন থেকে নেবে ৫-৮ হাজার টাকা। বান্দরবন থেকে চাঁদের গাড়ীতেও যাওয়া যায়। সেক্ষেত্রে ভাড়া হবে আরও কম।(ক্ষেত্রবিশেষ এ ভাড়া কম বেশীও হতে পারে)।
২। আপনি যদি নীলগিরিতে রাত কাটাতে চান, তবে প্রথমেই আপনাকে বান্দরবনের সেনাবাহিনীর কমান্ডিং অফিসার (সি,ও) এর কাছ থেকে থাকার অনুমুতি নিতে হবে।
৩। নীলগিরিতে সেনাবাহিনীর দুইটা কটেজ, দুইটা রুম এবং ২-৪টা তাবু ভাড়া পাওয়া যায়। কটেজ “মেঘদূত” র ভাড়া ৫ হাজার টাকা এবং কটেজ “আকাশলীনা” র ভাড়া ৬ হাজার টাকা। (রুম আর তাবুর ভাড়া সম্পর্কে ধারনা দিতে পারছিনা বলে দুঃখিত)।
৪। রাত কাটানোর অনুমুতি পাওয়ার সময়ে আপনাকে বলে দিতে হবে কত জন যাবেন এবং কয় দিন থাকবেন। সেইসাথে বলে দিতে হবে কি খাবেন। চাইলে রাতে বার্বিকিউ করা যায়। খাওয়ার দাম আলাদা দিতে হবে।(অত্যন্ত ভাল খাবার অত্যন্ত সুলভ মুল্যে পাবেন)।
৫। যারা সাশ্রয় করতে চান, তারা কিন্তু অনায়াসে প্রতিটি কটেজে ১০-১৫ জন থাকতে পারবেন। কটেজ কতৃপক্ষের কাছ থেকে অতিরিক্ত বিছানা ভাড়া নিয়ে।(বিছানাও অনেক সুলভ মূল্যে পাবেন)।সেই সাথে জেনারেটর চালানোর সময় সীমাও বাড়ানো যায় অতিরিক্ত এবং সামান্য টাকার বিনিময়ে।
৬। নীলগিরিতে যাওয়ার সময় কিছু শুকনো খাবার যেমনঃ বিস্কুট, কেক, চানাচুর, ফল, শুকনো মিস্টি এই জাতীয় খাবার, কিছু ইনডোর গেইমস যেমনঃ তাশ, লুডু, মশার অষুধ এবং সঙ্গে ১-২টা টর্চলাইট নিতে ভুলবেননা। শুকনো খাবার নেবেন কারন ভাল আবহাওয়ার জন্য কিছুক্ষন পর পরই খিদে পেয়ে যাবে। আর সন্ধ্যার পরে সময় কাটানোর জন্য নেবেন গেইমস।
৭। নীলগিরিতে যাবার আগে গোসল অবশ্যই সেরে যাবেন। কারন সমতল থেকে প্রায়ই ২৪০০ ফুট উপরে হবার কারনে পানির ব্যবহার সীমিত। হাত মুখ ধোয়া, অযু এবং প্রাকৃতিক কাজের জন্য পর্যাপ্ত পরিমান পানি পাওয়া যায়।
আজকে এইখানেই ইতি টানছি। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৫৯
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা

লিখেছেন মুনতাসির, ০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ৮:২৪

বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন

আত্মপোলব্ধি......

লিখেছেন জুল ভার্ন, ০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫১

আত্মপোলব্ধি......

একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন

জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !

লিখেছেন হাসানুর, ০২ রা নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩২



হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।

লিখেছেন তানভির জুমার, ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৩

আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?

লিখেছেন রাজীব, ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ১০:৪২

ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।

আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন

×